আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 34
331. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয়-
- ১৯৭২ সনের ১২ আগস্ট
- ১৯২৮ সনের ২৭ আগস্ট
- ১৯২৮ সনের ৩ নভেম্বর
- ১৯২৯ সনের ৫ জানুয়ারি
332. নক্রমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
- নাইজেরিয়া
- কংগো
- আবিসিনিয়া
- ঘানা
333. বাবেল মান্দেব’ কোন ভাষার শব্দ?
- ফারসি
- উর্দু
- আরবি
- ইংরেজী
334. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
- IJO
- APEC
- SAARC
- ADB
335. Global Terrorism Index’ 2014 অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র —
- সিরিয়া
- ইরাক
- সুদান
- সোমালিয়া
336. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল–
- কমিন্টার্ন
- কমেকন
- কমিনফর্ম
- কোনোটিই নয়
337. ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়–
- রাশিয়া
- ব্রাজিল
- ভারত
- দক্ষিন আফ্রিকা
338. এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয়না’- বলেছিলেন
- উইনস্টোন চার্চিল
- নেপোলিয়ান বোনাপোর্ট
- বিসমার্ক
- কার্ল মার্কস
339. উইঘুর’ হলো —
- চীনের একটি খাবারের নাম
- চীনের একটি ধর্মীয় স্থানের নাম
- চীনের একটি শহরের নাম
- চীনের একটি সম্প্রদায়ের নাম
340. ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদীন আবদুল কালাম কি নামে বহুল পরিচিত?
- গোল্ডেন ম্যান
- মিসাইল ম্যান
- হিরু অফ ইন্ডিয়া
- ভারতরত্ন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আর্ন্তজাতিক-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 34"