
আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 10
91. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
- ভেনিস
- ক্যাটরিনা
- আইভান
- রিটা
92. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
- হ্যারি এস ট্রমান
- ফ্রাঙ্কলিন রুজভেল্ট
- জেমন মনরো
- তথ্যটি সঠিক নয়
93. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
- 543
- 545
- 415
- 540
94. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহন করা হয়?
- অছি পরিষদ
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
95. রাসায়নিক অস্ত্র চুক্তি নমো (chemical weapons convention) কোন সালে স্বাক্ষরিত হয়?
- 1990
- 1993
- 1996
- 1999
96. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
- ইয়াসির আরাফাত
- নাগীব মাহফুজ
- আলোয়ার সাদাত
- প্রফেসর আব্দুল সালাম
97. কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
- হংকং
- শ্রীলংকা
- ম্যাকাউ
- বাংলাদেশ
98. START-2 কী?
- টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
- বাণিজ্য সংক্রান্ত একটি চু্ক্তি
- কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
- এর কোনটিই নয়
99. আশিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
- 21
- 22
- 23
- 26
100. নীচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয় নি?
- এবিএম চু্ক্তি (ABM)
- সল্ট-১ চুক্তি (SALT-1)
- সল্ট-২ চুক্তি (SALT-2)
- স্টার্ট-২ চুক্তি (START-2)
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।