আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1

অণুজীব

আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1

1. ২০১৫ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল সিটি কোনটি ?

  1. ঢাকা (বাংলাদেশ)
  2. লাহোর (পাকিস্তান)
  3. সিডনি (অস্ট্রেলিয়া)
  4. ইনচিয়েন (দক্ষিন কোরিয়া)

2. এশিয়ার কোন একমাত্র মাঠে স্যার ডন ব্রাডম্যান ক্রিকেট খেলেছিলেন?

  1. শের -ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
  2. পি সারা ওভাল, শ্রীলংকা
  3. ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই, ভারত
  4. ইডেন গার্ডেন, কলকাতা, ভারত

3. হাইফা কোন দেশের সমুদ্রবন্দর?

  1. সিরিয়া
  2. ইসরায়েল
  3. ওমান
  4. কাতার

4. Knight এর অর্থ কি?

  1. ঘোঁড়া
  2. গভীর রাত
  3. রাত
  4. সন্ধ্যা

5. কোন দেশ ও তার রাজধানীর নাম একই?

  1. লেবানন
  2. সিঙ্গাপুর
  3. ভুটান
  4. মালদ্বীপ

6. ২০১৫ সালে কোপা আমেরিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

  1. উরুগুয়ে
  2. চিলি
  3. ব্রাজিল
  4. আর্জেন্টিনা

7. ২৪তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

  1. ইরান
  2. অস্ট্রেলিয়া
  3. মাল্টা
  4. ভারত

8. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম_______

  1. তাজিকিস্তান
  2. কিরগিজস্তান
  3. উজবেকিস্তান
  4. কাজাকিস্তান

9. আন্তর্জাতিক আদালতের কার্যালয় ভবনের নাম কি?

  1. শাস্তি প্রসাদ
  2. শান্তি প্রসাদ
  3. এলিসি প্রসাদ
  4. এমিলি প্রসাদ

10. মিশরের সুয়েজ খাল কখন জাতীয় করন করা হয়?

  1. 1952
  2. 1954
  3. 1956
  4. 1958

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline