আর্থিক বিবরণী বিশ্লেষণ : কুইজ মডেল টেস্ট অনুশীলন
1371. চলতি অনুপাতের আদর্শমান কোনটি?
- 0.0430555555555556
- 0.0840277777777778
- 0.0854166666666667
- 0.127777777777778
1372. মি. কাসেম হাই ফ্যাশন লি. – এর ব্যবস্থাপক। তিনি কোম্পানির দীর্ঘমেয়াদি আর্থিক স্বচ্ছলতা জানতে চান। এজন্য তাকে যে অনুপাত বিশ্লেষণ করা প্রয়োজন তা হলো –
- মালিকানা মোট সম্পদ অনুপাত
- দায়-মালিকানা অনুপাত
- মূলধন গিয়ারিং অনুপাত
A,B,C
1373. সম্পদ আবর্তন অনুপাত নির্ণয় করা হয় কীভাবে?
- নিট আয়কে গড় মোট সম্পত্তি দ্বারা ভাগ করে
- নিট বিক্রয়কে গড় মোট সম্পত্তি দ্বারা ভাগ করে
- নিট আয়কে সমাপনী মোট সম্পত্তি দ্বারা ভাগ করে
- নিট বিক্রয়কে নিট সম্পত্তি দ্বারা ভাগ করে
1374. মজুদ আবর্তন অনুপাত কোনটি?
- বিক্রিত পণ্যের ব্যয়/সমাপনী মজুদ
- বিক্রীত পণ্যের ব্যয়/প্রারম্ভিক মজুদ
- ক্রয়/গড় মজুদ
- বিক্রিত পণ্যের ব্যয়/গড় মজুদ
1375. আন্তর্জাতিক হিসাবমান – ১ অনুসারে আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে –
- ৩টি
- ৪টি
- ৬টি
- ৫টি
কুইজ মডেল টেস্ট অনুশীলন
1376. প্রতিষ্ঠানের মজুদ পণ্য ব্যবহারের দক্ষতা যাচাই করা হয় কোন অনুপাতটির মাধ্যমে?
- মজুদ আবর্তন
- পাওনাদার আবর্তন
- প্রাপ্য হিসাব আবর্তন হার
- সম্পত্তি আবর্তন
1377. মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান হচ্ছে –
- ৬ বার
- ৭ বার
- ৮ বার
- ৯ বার
1378. কোন অনুপাতটি কারবারের দীর্ঘকালীন সচ্ছলতার পরিচায়ক?
- চলতি অনুপাত
- ত্বরিত অনুপাত
- মূলধন গিয়ারিং অনুপাত
- নিট লাভ অনুপাত
1379. মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের জন্য কোনটি জানা প্রয়োজন?
- বিক্রিত পণ্যের পরিমাণ
- অবিক্রিত পণ্যের পরিমাণ
- ক্রয়কৃত পণ্যের পরিমাণ
- ক্রয় ফেরত পণ্যের পরিমাণ
1380. নগদান ১,০০০ টাকা, মজুদ পণ্য ২০,০০০ টাকা, প্রদেয় বিল ১০,০০০ টাকা, সুনাম ১৫,০০০ টাকা, দেনাদার ১০,০০০ টাকা হলে চলতি অনুপাত কত?
- 0.0840277777777778
- 0.125694444444444
- 0.167361111111111
- 0.0423611111111111
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "আর্থিক বিবরণী বিশ্লেষণ - এইচএসসি হিসাববিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 138"