এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 13
121. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?
- মজুরি
- বেতন
- কমিশন
- অফিস খরচ
122. কোনটি সত্য?
- মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায়
- মুনাফা মূলধনের হ্রাস ঘটায়
- মূলধন শুধুই মুনাফা থেকে আসে
- মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়
123. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
- দালানকোঠা
- যন্ত্রপাতি
- ভূমি
- ট্রেডমার্ক
124. অপূর্ণাঙ্গ হিসাব খাতগুলোকে পূর্ণাঙ্গ করার জন্য কোনটির প্রয়োজন হয়?
- জাবেদা দাখিলা
- সমন্বয় দাখিলা
- সমাপনী দাখিলা
- বিপরীত দাখিলা
125. দীর্ঘমেয়াদি দায় কোনটি?
- ব্যাংক জমাতিরিক্ত
- ঋণপত্র
- প্রদেয় বিল
- পাওনাদার
126. যদি বিক্রিত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা এবং বিক্রয়ের ওপর মুনাফার হার ১০% হয় তবে বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ কত?
- ২২০০০ টাকা
- ২২৫০০ টাকা
- ১৮০০০ টাকা
- ২২২২২.২২ টাকা
127. স্থায়ী সম্পত্তি কত প্রকার?
- ৫ প্রকার
- ৪ প্রকার
- ২ প্রকার
- সম্পত্তিকে একভাগে দেখানো হয়
128. অপরিচালন আয়-
- বিনিয়োগের সুদ
- বিক্রয়
- শিক্ষানবিস সেলামি
- ক ও গ
A,C
129. আর্থিক অবস্থার বিবরণীতে দায়সমূহ কয় ভাগে দেখানো হয়?
- ৫ ভাগে
- ৪ ভাগে
- ৩ ভাগে
- ২ ভাগে
130. জনাব মান্নানের ব্যবসায়ে ৭০,০০০ টাকার যন্ত্রপাতি আছে। যন্ত্রপাতি সম্পর্কে বলা হয়েছে এর ওপর ৫% অবচয় দেখাতে হবে। তাহলে সম্পত্তি হিসাবে কত টাকা দেখাতে হবে?
- ৩৫০০ টাকা
- ৬৩০০০ টাকা
- ৬৬৫০০ টাকা
- ৬৭০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""আর্থিক বিবরণী" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 13"