“আর্থিক বিবরণী” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 23
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 23
221. আর্থিক অবস্থা বিবরণীর দায় হিসেবে দেখানো হয় –
- মূলধন জাতীয় আয়
- মূলধন জাতীয় ব্যয়
- মুনাফা জাতীয় আয়
- মুনাফা জাতীয় ব্যয়
222. একটি পরোক্ষ আয় হচ্ছে –
- বিক্রয়
- অনাদায়ী পাওনা
- শিক্ষানবিস সেলামি
- শিক্ষানবিস ভাতা
223. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয়?
- সমতার নীতি
- রক্ষণশীলতার নীতি
- স্বচ্ছতার নীতি
- দক্ষতার নীতি
224. আয় বিবরণীর বর্তমান নাম কী?
- শ্রেণিভিত্তিক আয় বিবরণী
- বিশদ আয় বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
- বিশদ বিবরণী
225. সম্পত্তির মূল্য হ্রাসের পরিমাণকে কী বলে?
- ক্ষতি
- লাভ
- অবচয়
- লাভ-ক্ষতি
226. হিসাব বিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছর একই পদ্ধতিতে করা হয় কোন নীতি অনুযায়ী?
- বস্তুনিষ্ঠতা
- চলমান প্রতিষ্ঠান
- হিসাবকাল
- সামঞ্জস্যতা
227. ব্যবসায়ের আর্থিক অবস্থা জানতে পারি কোনটির মাধ্যমে?
- বিশদ আয় বিবরণী ও মালিকানা স্বত্ব বিবরণীর মাধ্যমে
- আর্থিক অবস্থার বিবরণী ও নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে
- বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে
- বিশদ আয় বিবরণী ও নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে
228. পরিচালন আয় –
- আসবাবপত্র বিক্রয়
- ধারে পণ্য বিক্রয়
- নগদে পণ্য বিক্রয়
- কোনটিই নয়
B,C
229. অপরিচালন আয়ের উদাহরণ –
- স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা
- ব্যাংক জমাতিরিক্তের সুদ
- উপভাড়া
- কোনটিই নয়
A,C
230. সম্পত্তি দায়ের বিবরণী কোনটি?
- রেওয়ামিল
- আর্থিক বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
- উপরের সবগুলো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""আর্থিক বিবরণী" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 23"