“আর্থিক বিবরণী” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 22
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 22
211. মালিকের স্বত্বাধিকার ১২,০০০ টাকা। সম্পত্তি ২০,০০০ টাকা হলে দায় কত?
- ১২ টাকা
- ০০ টাকা
- ০৫ টাকা
- ৫০ টাকা
212. ব্যবসায় প্রতিষ্ঠানকে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় কোন নীতিতে?
- চলমান প্রতিষ্ঠান নীতি
- রক্ষণশীলতার নীতি
- হিসাবকাল ধারণা নীতি
- ব্যবসায়িক সত্তা নীতি
213. বহির্মুখী ফেরত কাকে বলে?
- ক্রয় ফেরত
- বিক্রয় মাল ফেরত
- উৎপাদিত মাল ফেরত
- কাঁচামাল ফেরত
214. মোট সম্পত্তি কীসের সমান হবে?
- মোট দায়ের সমান
- মোট দেনাদারের সমান
- মোট বহিঃদায়ের সমান
- কোনটিই নয়
215. কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই?
- ব্যবসায়িক স্বত্বা নীতি
- চলমান স্বত্বা নীতি
- হিসাবকাল নীতি
- বকেয়া ধারণা নীতি
216. প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ – সমাপনী মজুদ পণ্য এই সূত্রটি কীসের?
- উৎপাদিত পণ্যের ব্যয়
- বিক্রিত পণ্যের ব্যয়
- মোট লাভ
- নিট লাভ
217. নিট ক্ষতির ফলে কী হয়?
- মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
- মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকে
- মালিকানাস্বত্ব হ্রাস পায়
- মালিকের উত্তোলন বৃদ্ধি পায়
218. কোনটি চলতি দায়?
- ঋণপত্র
- বন্ধকী ঋণ
- প্যাটেন্ট
- পাওনাদার
219. দেনাদার কী জাতীয় সম্পত্তি?
- চলতি সম্পত্তি
- স্থায়ী সম্পত্তি
- কাল্পনিক সম্পত্তি
- উপরের কোনটিই নয়
220. অগ্রীম প্রদত্ত বেতন কোন ধারণা অনুযায়ী আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়?
- রক্ষণশীলতার নীতি
- ক্রয়মূল্য নীতি
- সামঞ্জস্যতার নীতি
- বকেয়া ধারণা নীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট
0 responses on ""আর্থিক বিবরণী" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 22"