
“বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:
১) বেশি আমদানিঃ চীন, (ভারত ২য়- এশিয়ার ১ম)
২) বেশি রপ্তানিঃ যুক্তরাষ্ট্র
৩) সর্বোচ্চ বিনিয়োগকারী দেশঃ যুক্তরাজ্য (১ম) , দক্ষিন কোরিয়া (২য়)
৪) বিশ্বের ৪৪টি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশন রয়েছে।
৫) রপ্তানি আয়ে/বৈদেশিক মুদ্রা অর্জনকারী ১ম তৈরি পোশাক, ২য় নীটওয়্যার।
৬) ওষুধ রপ্তানি করে ১৬০টি দেশে।
৭) যুক্তরাষ্ট্র পণ্য আমদানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রথা চালু করে ১লা জানুয়ারি ১৯৭৬ সালে।
৮) যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করে ২৭ জুন ২০১৩।
৯) স্থগিতাদেশ কার্যকর হয় ২ সেপ্টেম্বর ২০১৩।
১০) GSP ফিরে পেতে বাংলাদেশকে USA শর্ত দিয়েছে- ১৬টি।
১১) যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ৩য়
১২) মুক্তবাজার অর্থনীতি বিশ্বব্যাপী চালু হয় ২০০৫ সাল থেকে।
১৩) বাংলাদেশের তৈরী পোশাক শিল্পকে শিশু শ্রমিকমুক্ত ঘোষণা করা হয় ১ নভেম্বর ১৯৯৬ সালে।
১৪) বাংলাদেশে ইপিজেড ১০টি (৮টি সরকারি ও ২টি বেসরকারি)
১৫) রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান ৮ম।
১৬) সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় সৌদি আরব/মধ্যপ্রাচ্য থেকে।
১৭) সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
১৮) সর্বাধিক জনশক্তি রপ্তানি হয় সৌদি আরবে।
১৯) প্রবাসীদের প্রেরিত অর্থের (রেমিট্যান্স) পরিমাণ ১০৮ কোটি ৭৬ লাখ ডলার। (নভেম্বর ২০১৫ পর্যন্ত)
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“