📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

আন্তর্জাতিক সীমারেখাসমূহ

১. ভারত ও পাকিস্তানের মধ্যে নিরুপিত সীমারেখা – রাডক্লিফ লাইন ( ১৯৪৭ সালে নিরুপিত হয় )

২. ফ্রান্স ও জার্মানির মধ্যে নিরুপিত সীমারেখা – সিগফ্রিড লাইন

৩. ইসরাইলে অবস্থিত পৃ্থিবীর অন্যতম সুরক্ষিত প্রতিরক্ষা ব্যুহ – বারলের লাইন

৪. ভারত ও চীনের মধ্যে নিরুপিত লাইন – ম্যাকমোহন লাইন

৫. যুক্তরাষ্ট্র কর্তৃক ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত ইলেক্টনিক লাইন – ম্যাকনামারা লাইন

৬. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল । এটি জার্মানি ও পোল্যান্ডের সীমারেখা – হিন্ডারবার্গ        লাইন

৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরুপিতম সীমারেখা – ওডেরনিস লাইন

৮. রুশ ও ফিনিশ সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা – ম্যানারহেম লাইন

৯. ইরাকে উওরে ও দক্ষিণে নো ফ্লাই জোন – ৩৬ তম অক্ষরেখা ও ৩২ তম অক্ষরেখা

১০. কোন আকস্মিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে সরাসরি টেলিফোন লাইন – হট লাইন

১১. পোল্যান্ড ও লিথুনিয়াকে বিভক্তকারী রেখা – ফচ লাইন

১২. কনক্রিট ও স্টিলের তৈরী সুরক্ষিত লাইন – ম্যাজিনো লাইন

১৩. যুক্তরাষ্ট্র ও কানাডা মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা – ৪৯ তম অক্ষরেখা

১৪. উওর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরুপনকারী রেখা – ৮ তম অক্ষরেখা

১৫. পোল্যান্ড ও রাশিয়াকে বিভক্তকারী রেখা – কার্জন লাইন

   
   
May 5, 2017 | 8 years আগে

0 responses on "আন্তর্জাতিক সীমারেখাসমূহ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved