আধুনিক-পদার্থবিজ্ঞানের-সূচনা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1452
14511. নিচের কোনটি বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না?
- আলফা রশ্মি
- বিটা রশ্মি
- ক্যাথোড রশ্মি
- এক্সরে রশ্মি
14512. যে বস্তু তার উপর আপতিত সকল দৃশ্য ও অদৃশ্য তাড়িতচৌম্বক বিকিরণ শোষণ করে তাকে কী বলে?
- কৃষ্ণবস্তু
- শ্বেতবস্তু
- ঘনবস্তু
- কোনোটিই নয়
14513. লরেন্টজ এর দ্বিতীয় স্বীকার্য অনুসারে বেগ-
- সর্বদা ধ্রুব
- পরিবর্তনশীল
- দর্শকের গতির উপর নির্ভর করে
- কাঠামোর বেগের উপর নির্ভর করে
14514. স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে এ ঘটনাকে কী বলে?
- দৈর্ঘ্য সঙ্কোচন
- ভর বৃদ্ধি
- সময় সংক্ষেপণ
- কাল দীর্ঘায়ন
14515. 66.3 eV শক্তির একটি ফোটন কণার কম্পাঙ্ক কত হবে?
- 1.6×1015 Hz
- 1.6×1016 Hz
- 1.6×1018 Hz
- 2.6×1016 Hz
14516. গ্রহ-নক্ষত্রের গতিবিধি কোন বল দ্বারা নিয়ন্ত্রিত হয়?
- মহাকর্ষ বল
- সবল নিউক্লীয় বল
- তাড়িতচৌম্বক বল
- দুর্বল নিউক্লীয় বল
14517. মাইকেলসন মর্লির পরীক্ষায় আলোকে উৎস হতে পর্দার দূরত্ব কত ছিল?
- 1m
- 10m
- 100m
- 1000m
14518. ইথারের সাপেক্ষে কোনো গতি নির্ণয়ের জন্য পরীক্ষা করেন কোন বিজ্ঞানী?
- নিউটন
- হাইগেন
- মাইকেলসন
- ম্যাক্সওয়েল
14519. কোনো ধাতব পৃষ্ঠে আলো পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাকে কী বলা হয়?
- ফটোতড়িৎ ক্রিয়া
- আপেক্ষিকতা
- তরঙ্গ তত্ত্ব
- তড়িৎ ক্রিয়া
14520. একটি ইলেকট্রনের ভরবেগ 9.1×1029 kgms-1 এবং ভুলের সীমা 0.1% । এর অবস্থানের অনিশ্চয়তা কত হবে?
- 2.57×10-3 m
- 7.25×103 m
- 6.25×10-3 m
- 7.25×10-3 m
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "আধুনিক-পদার্থবিজ্ঞানের-সূচনা - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1452"