📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

উচ্চ মাধ্যমিক এইচএসসি বাংলা ১ম পদ্য আঠারো বছর বয়স

আঠারো বছর বয়স

সুকান্ত ভট্টাচার্য:

কাব্যগ্রন্থ- ছাড়পত্র (১৯৪৮)
ছন্দ- মাত্রাবৃত্ত; ৬ মাত্রার মাত্রাবৃত্ত; প্রতি চরণে মাত্রাসংখ্যা ১৪ (৬+৬+২)
স্তবক- ৮টি (প্রতি স্তবকে ৪টি করে পংক্তি)

ধারণা করা হয়, আঠারো বছরে পদার্পণের আগেই কিংবা আঠারো বছর বয়সে কবি এই কবিতাটি রচনা করেন।
কবিতাটিতে ‘আঠারো’ শব্দটি ব্যবহৃত হয়েছে- ৯ বার
কবিতাটিতে ‘আঠারো বছর বয়স’ শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে- ৭ বার

গুরুত্বপূর্ণ উদ্ধৃতি:
আঠারো বছর বয়সেই অহরহ/ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
আঠারো বছর বয়সের নেই ভয়/ পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়স জানে রক্তদানের পূণ্য/ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা
এ কালো লক্ষ দীর্ঘশ্বাসে/ এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।
এ বয়স তবু নতুন কিছু তো করে।
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

লেখক পরিচিতি:
জন্ম : ১৯২৬, কলকাতায়
মৃত্যু : ১৯৪৭ (মাত্র ২১ বছর বয়সে)
গ্রন্থ-
কাব্যগ্রন্থ- ছাড়পত্র(১ম কাব্যগ্রন্থ), ঘুম নেই, পূর্বাভাস
অন্যান্য- মিঠেকড়া, অভিযান, হরতাল
সম্পাদিত গ্রন্থ- আকাল(ফ্যাসিবিরোধী শিল্পী সংঘের কাব্যগ্রন্থ)

ভাষা অনুশীলন/ব্যাকরণ অংশ
লিঙ্ক- সন্ধি(বিসর্গসন্ধি), ব্যুৎপত্তি, বানান, উচ্চারণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নঃ

  • ‘আঠারো বছর বয়স’ কবিতার লেখকের নাম কি? (ঘ-২০০০-০১)
  • ‘আঠারো বছর বয়স’ কবিতাটির স্তবক সংখ্যা হল (ক-২০০৭-০৮)
  • ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো’ সংখ্যাবাচক শব্দটি কতবার ব্যবহৃত?(ক-২০০৮-০৯)
  • ‘আঠারো বছর বয়স’ কবিতাটির স্তবকসংখ্যা কয়টি? (গ-২০০৮-০৯)
  • ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত? (গ-২০০৬-০৭)

 এইচ.এস.সি বাংলা পাঠ্য বইয়ের সকল লেসন গদ্য ও পদ্য পাবেন এখানে

   
   

0 responses on "উচ্চ মাধ্যমিক এইচএসসি বাংলা ১ম পদ্য আঠারো বছর বয়স"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved