আজ কাল মার্কসের জন্মবার্ষিকী।
নতুন পৃথিবীর দিশারী মহামতি কাল মার্কসের জন্মবার্ষিকী আজ। ১৮১৮ সালের এই তারিখে তিনি জার্মানির প্রুশিয়ার ট্রিয়ের শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিগত দ্বিশত বছরে পৃথিবীর সর্বাধিক আলোচিত ব্যক্তিত্ব। শোষণ, বঞ্চনার অবসান ঘটিয়ে যারা এই পৃথিবীর বুকেই স্বর্গ রচনার সংগ্রামে নিয়োজিত তাদের শিক্ষক, পথপ্রদর্শক, অনুপ্রেরণার উৎস হলেন কার্ল মার্কস ও তার শিক্ষা। বিপরীতে, দুনিয়ার সমস্ত শোষকদের আক্রমণের লক্ষ্যবস্তু কার্ল মার্কস ও মার্কসবাদ।
দিনটি উপলক্ষে বিভিন্ন বামপন্থি রাজনৈতিক দলের নেতারা বিবৃতি দিয়েছেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কার্ল মার্কসের অধ্যয়নের বিষয়বস্তু ছিল আইনশাস্ত্র, ইতিহাস ও দর্শন। এটা সাধারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অধ্যয়নের কথা বলা হচ্ছে। তিনি ডক্টরেট ডিগ্রিও লাভ করেন। তার জ্ঞানের আকাক্সক্ষা ছিল ব্যাপক। বিজ্ঞানের বিভিন্ন শাখা, গণিত প্রভৃতির গভীর অনুশীলন ও অধ্যয়ন তিনি করেছিলেন।
তার আজীবন সহযোগী ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে তিনি মার্কসীয় মতবাদ প্রতিষ্ঠা করেন। এই মতবাদই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ হিসেবে পরিচিত। এই মতবাদ শূন্য থেকে সৃষ্ট নয়। মানব সভ্যতার অগ্রগতির যে রাজপথ সেই রাজপথ থেকেই উদ্ভূত হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ।
0 responses on "আজ কাল মার্কসের জন্মবার্ষিকী"