আজকের টিপস চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
Can not help/ Can not but (না করে পারা যায় না)
কোন কাজ না করে পারা যায় না বা পারা যায় নি এরূপ অর্থ প্রকাশ করলে তখন তার ইংরেজী করতে can not / could not লিখে but / help লিখতে হয়।
গঠন প্রণালীঃ Subject এরপর Tense অনুযায়ী can not / could not লিখে but / help লিখতে হয়। যে কাজটি না করে পারা যায় না ঐ কাজের verb ( but এরপর মূল form বসে আর help এরপর মূল form + ing বসে।)
যেমনঃ
ছেলেটি মেয়েটি কে ভালো না বেসে পারে না
The boy can not but love the girl.
or The boy can not help loving the girl.
আমি হেনাকে সাহায্য না করে পারি না।
I can not but help Hena.
or, I can not help helping Hena
বাংলা সাহিত্য-১ এক ঝলক দেখে নিন
১. প্যারিচাঁদ মিত্র- আলালের ঘরের দুলাল
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-বিষবৃক্ষ, দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা
৩. মীর মশাররফ হোসেন- বিষাদসিন্ধু
৪. রবীন্দ্রনাথ ঠাকুর- গোরা, চোখের বালি, যোগাযোগ, শেষের কবিতা
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- চরিত্রহীন, দেবদাস, শ্রীকান্ত, শেষপ্রশ্ন
৬. বেগম রোকেয়া- মতিচূর, সুলতানার স্বপ্ন
৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-আরণ্যক, অপুর সংসার, পথের পাঁচালী, চাঁদের পাহাড়
৮. মানিক বন্দ্যোপাধ্যায়- পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, চিহ্ন, অহিংসা
৯. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়- হাঁসুলি বাঁকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, কবি, আরোগ্য নিকেতন
১০. জীবনানন্দ দাশ- কারুবাসনা, মাল্যবান
১১. কাজী নজরুল ইসলাম– মৃত্যুক্ষুধা
১২. হরপ্রসাদ শাস্ত্রী : বেনের মেয়ে
১৩.কমলকুমার মজুমদার- অন্তর্জলী যাত্রা, সুহাসিনীর পমেটম, নিম অন্নপূর্ণা
১৪. অদ্বৈত মল্লবর্মণ- তিতাস একটি নদীর নাম
১৫. বুদ্ধদেব বসু- রাত ভর বৃষ্টি, তিথিডোর
১৬. সমরেশ বসু- প্রজাপতি, গঙ্গা,মোক্তার দাদুর কেতু বধ
১৭. কাজী ইমদাদুল হক- আবদুল্লাহ
১৮. সৈয়দ ওয়ালিউল্লাহ- লালসালু,কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবশ্যা
১৯. শওকত ওসমান- ক্রীতদাসের হাসি, জলাঙ্গী
২০. আশাপূর্ণা দেবী- সুবর্ণলতা,প্রথম প্রতিশ্রুতি
২১. মহাশ্বেতা দেবী- হাজার চুরাশির মা
২২. নারায়ণ গঙ্গোপাধ্যায়- উপনিবেশ
২৩. সতীনাথ ভাদুড়ী- ঢোঁড়াই চরিতমানস
২৪.প্রমথনাথ বিশী- কেরী সাহেবের মুন্সী
২৫. বিমল মিত্র- কড়ি দিয়ে কেনা, সাহেব বিবি গোলাম
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস : Can not help Can not but না করে পারা যায় না"