আজকের টিপস: ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

মনে রাখুন এভাবে -৪৪-২২-৩২-২৩-২১

প্রথম অঙ্ক (৪) টি ১০ পর্যন্ত,

পরেরটি(৪) ১১ থেকে ২০

পরেরটি (২) ২১ থেকে ৩০ পর্যন্ত

পরেরটি (২) ৩১ থেকে ৪০ পর্যন্ত

পরেরটি (৩) ৪১ থেকে ৫০ পর্যন্ত

পরেরটি (২) ৫১ থেকে ৬০ পর্যন্ত

…..

মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য-৩

স্মৃতিকথা‬
এম আর আখতার মুকুল = আমি বিজয় দেখেছি।
জাহানারা ইমাম= একাত্তরের দিনগুলি।
সুফিয়া কামাল =একাত্তরের ডায়েরি।
শাহরিয়ার কবির = একাত্তরের যীশু।

‪‎চলচ্চিত্র‬
জহির রায়হান =Stop Genocide
চাষী নজরুল ইসলাম=ওরা ১১ জন

ঢাকা এ পর্যন্ত রাজধানী হয়েছে ৫ বার

১৬১০ সালে সুবা বাংলার
১৬৬০ সালে সুবা বাংলার
১৯০৫ সালে পূর্ব বঙ্গ ও আসাম প্রদেশের
১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের

স্বাধীনতার পূর্বে ঢাকা  ৪ বার রাজধানী হয়

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

মন্তব্য করুন