আজকের টিপস: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ২৪ টি উপন্যাস এর নাম মনে রাখার সহজ shortcut clues:

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ২৪ টি উপন্যাস এর নাম মনে রাখার সহজ shortcut clues:

উপন্যাসঃ ২৪ টি

বড়দিদি ও মেজদিদির সাথে দেবদাস ও বিপ্রদাসের চরিত্রহীনতার জন্য পল্লীসমাজ ও পন্ডিতমশাই তাদের গৃহদাহ করল৷ কিন্তু বিন্দুর ছেলে চন্দ্রনাথ, শ্রীকান্ত ও শুভদা বামুনের মেয়ে দত্তাকে বৈকুন্ঠের উইল করে এবং অরক্ষণীয়া বিরাজবৌকে পরিণীতা হিসেবে গ্রহণ করে তাদের পথের দাবী তুলে নিয়ে দেনাপাওনা মিটিয়ে নববিধানে নিষ্কৃতি দিয়ে শেষ প্রশ্নের শেষের পরিচয় দিল৷

ব্যাখ্যাঃ
বড়দিদি(১ম উপন্যাস)

মেজদিদি

দেবদাস

বিপ্রদাস

চরিত্রহীন

পল্লীসমাজ

পন্ডিতমশাই

গৃহদাহ

বিন্দুর ছেলে

চন্দ্রনাথ

শ্রীকান্ত

শুভদা

বামুনের মেয়ে

দত্তা

বৈকুন্ঠের উইল

অরক্ষণীয়া

বিরাজবৌ

পরিণীতা

পথের দাবী

দেনাপাওনা

নববিধান

নিষ্কৃতি

শেষ প্রশ্ন

শেষের পরিচয় (শেষ উপন্যাস)

বৃত্তের ক্ষেত্রফল

বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল নয় গুন বৃদ্ধি পাবে
     A1= πr2

    = π (d /2)2
= πd2/4

ব্যাস তিনগুণ হলে, D = 3d

A2 = π(D/2)2
= π(3d/2)2

      = 9πd2/4 

= 9A1

এরূপ,

1) বর্গের একটি বাহু যতগুন(y ) করবে ক্ষেত্রফল y2  গুন বাড়বে।

2) বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ  (y ) গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল y2  গুন বৃদ্ধি পাবে

 

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline