ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও ঢাকার দুই সিটির ৩৬ ওয়ার্ডে ভোটের জন্য আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর প্রস্তাবে সায় দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এতথ্য জানান।
ইসি সচিব বলেন, আগামী ২৪ অথবা ২৫ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও ঢাকার দুই সিটির ৩৬ ওয়ার্ডে নির্বাচনের আয়োজন করতে চায় কমিশন। এজন্য জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব; ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, বোর্ডের চেয়ারমানরা বলেছেন, পরীক্ষা পেছাতে কোনো সমস্যা নেই। তফসিল ঘোষণার পর মার্চে পরীক্ষার নতুন তারিখ দেওয়া হবে।
১ ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসি পরীক্ষার যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে ২৪ ও ২৫ তারিখও পরীক্ষা থাকায় শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক ডাকে কমিশন।
সূচি অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ভূগোল ও পরিবেশ এবং ২৫ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটি এখন পিছিয়ে যাবে।
হেলালুদ্দীন আহমদ বলেন, সব ধরনের জটিলতা পেরিয়ে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২৪ ফেব্রুয়ারির পর যে কোনো দিন ভোটের তারিখ ঠিক করে এই তফসিল হবে।
ঢাকা উত্তরের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডে নির্বাচন উপলক্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটের তারিখ নির্ধারণবিষয়ক এ আলোচনা হয়। ১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। সেক্ষেত্রে প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারে। পরীক্ষাসূচি অনুযায়ী- দ্বিতীয় সপ্তাহ থেকে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি শনিবার, ১৮ ফেব্রুয়ারি রবিবার, ১৯ ফেব্রুয়ারি সোমবার, ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও ২৪ ফেব্রুয়ারি শনিবার শেষ পরীক্ষা রয়েছে। এ সভায় তিনটি বিষয় মাথায় রেখে আলোচনা হয়।
ইসি কর্মকর্তারা জানান, কমিশনের পরবর্তী সভায় ১১ জানুয়ারির মধ্যে তফসিল ঘোষণা করার প্রস্তাব রাখা হবে, পরীক্ষার মধ্যে নির্বাচন করা হবে না। সে জন্য ২৫-২৬ ফেব্রুয়ারি উপযুক্ত সময় বিবেচনা করা যেতে পারে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে মনোনয়ন দাখিল শেষ করা, ২১ ফেব্রুয়ারির আগে ভোট করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সুবিধা-অসুবিধা বিবেচনায় নেওয়া এবং ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা থাকায় তাও বিবেচনায় নেওয়ার প্রস্তাব থাকবে ইসি সচিবালয়ের। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট করতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয় গত রবিবার কমিশন সভায়। পরে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, মেয়রের শূন্য পদে উপনির্বাচন, সম্প্রসারিত সীমানায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদেও একই দিন ভোট হবে।
তিনটি তফসিল একদিনেই ঘোষণা করা হবে এবং একই দিনে ভোট হবে। নতুন ওয়ার্ড কাউন্সিলরদের মেয়াদ হবে সিটি করপোরেশনের মেয়াদ পর্যন্ত। সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে ওই কমিশন সভায় দুই নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। তাতে দুই নির্বাচন কমিশনার মতামত দেন- আইনি জটিলতা না থাকলে মেয়রের শূন্য পদে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। উত্তর সিটির সঙ্গে দক্ষিণের মোট ৩৬টি সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে ভোট করতে হবে।
তবে এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে বলে উল্লেখ করেন তারা। এ ধারাবাহিকতায় কাল ইসির ভারপ্রাপ্ত সচিব, ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিসির সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে ঢাকার আঞ্চলিক নির্বাচন রকিবউদ্দীন মণ্ডল বলেন, ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অগ্রগতি বিষয়ে আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে সম্ভাব্য ভোট কেন্দ্র, ব্যালট বাক্স, বিদ্যমান ভোটার তালিকা ও হালনাগাদ তথ্য, মনোনয়নপত্র ছাপানো প্রস্তুতি, ভোটার তালিকার সিডিসহ আনুষঙ্গিক প্রস্তুতিমূলক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ইসির সিদ্ধান্ত পেলে যথাসময়ে সব সরঞ্জাম প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি।
উপনির্বাচনের জন্য মেয়র পদে হালনাগাদ তথ্য : সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ওয়ার্ড ১৮; ভোট কেন্দ্র ১৩৪৯, ভোটকক্ষ ৭৫০০, ভোটার ৩৬ লাখ ৩৪ হাজার ৩৮৬ জন (পুরুষ ১৮,৭৬,৯৩১ নারী ১৭,৫৭,৪৫৫)। ২০১৫ সালে উত্তরে ভোটার ছিল ২৩ লাখ ৪৫ হাজারের বেশি, কেন্দ্র ১০৯৩, সাধারণ ওয়ার্ড ৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড ১২। ঢাকা উত্তর-দক্ষিণে ৩৬ ওয়ার্ডে মোট ভোটার ১০,৫৩,৯৯৪, সম্ভাব্য কেন্দ্র ৪৮৭। ঢাকা জেলা অফিসের নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানা ৩ ডিসেম্বর কমিশন সচিবকে জানান, ঢাকা উত্তরের ১৮ ওয়ার্ডে সম্ভাব্য ভোট কেন্দ্র ২৫৬; ভোটকক্ষ ১৬৪৮; ভোটার ৫ লাখ ৭৮ হাজার ১৬২ জন (পুরুষ ২,৯২,৪৮৫ নারী ২,৮৫,৬৭৭)। ঢাকা দক্ষিণে সম্ভাব্য ভোট কেন্দ্র ২৩১; ভোটকক্ষ ১২৩১, ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮৩২।
আরো পড়ুন:
1 responses on "আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পেছানোর প্রস্তাবে সায় দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড"