আখলাক – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 572
5711. ইসলাম নারীদের অনুমতি দান করেছে-
- বিদ্যার্জনের
- অর্থ উপার্জনের
- বাইরে বের হওয়ার
A,B,C
5712. এইচ আই ভি রোগ ছড়ানোর প্রধান কারণ কয়টি?
- তিন
- চার
- পাঁচ
- ছয়
5713. কোনটি ত্যাগ করা মুমিন বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য
- ঘৃণা
- লোভ
- অশ্লীলতা
- সুদ
5714. ‘হুসনুল খুলক’ শব্দের অর্থ কোনটি?
- উত্তম চরিত্র
- অসৎ চরিত্র
- আচরণ
- ব্যবহার
5715. তিনিই ইসলামের দৃষ্টিতে মানবসেবক, যিনি-
- বৃক্ষরোপণ করেন
- সমাজের সুবিধা ভোগ করেন
- রুগ্ন ব্যক্তির সেবা করেন
A,C
5716. মদিনায় হিজরতের পর কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন-
- আবু বকর (রা)
- উমর (রা)
- বিলাল (রা)
A,C
5717. উত্তম চরিত্রের ওজন কোন দিন ভারী হবে?
- কিয়ামতের দিন
- মৃত্যুর দিন
- প্রাত্যহিক দিন
- কবরে
5718. আল্লাহর বান্দা হিসেবে মানুষ পরস্পর কী?
- বন্ধু
- ভাই ভাই
- আত্মীয়
- কিছুই নয়
5719. সুদিনের সময় আত্মহারা না হয়ে কী করতে হয়?
- নীরবতা
- উল্লাস
- ধৈর্যধারণ
- অহংকার
5720. পরশ্রীকাতর ব্যক্তিরা অন্যের সৌভাগ্য দেখে-
- ঘৃণা করে
- ঈর্ষা করে
- অবহেলা করে
- কষ্ট পায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আখলাক - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 572"