আখলাক – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 571
5701. কিয়ামতের দিন পরিমাপ পাল্লায় সবচেয়ে ভারী হবে কোনটি?
- উত্তম চরিত্র
- সত্যবাদিতা
- পরোপকার
- নামায
5702. স্বামী ও স্ত্রী একে অপরের কী?
- আত্মীয়
- মায়ের
- ভূষণ
- ইমারত
5703. ভ্রাতৃত্ববোধ বলতে বোঝায়-
- ঔরসজাত
- ইসলামি ভ্রাতৃত্ব
- বিশ্ব ভ্রাতৃত্ব
A,B,C
5704. একজন ব্যক্তি আখলাকে যামিমার অনুসরণ করলে তার মাঝে পাওয়া যাবে-
- অধ্যবসায়
- অহংকার
- চৌযৃবৃত্তি
B,C
5705. মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়-
- ধৈর্য
- অধৈর্য
- উত্তম চরিত্র
- অসদাচরণ
5706. আখলাক-
- দু প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
5707. চরিত্রবান ব্যক্তিকে সমাজের সকল মানুষ-
- ভালোবাসে
- শ্রদ্ধা করে
- বিশ্বাস করে
A,B,C
5708. সমাজসেবার অন্তর্ভুক্ত হলো-
- সামাজিক নিরাপত্তা রক্ষা
- পরস্পরের দ্বন্দ্ব মেটানো
- সন্তানকে শিক্ষাদান
A,B
5709. অমিত এলাকার লোকদের ভয় দেখিয়ে অনেক অন্যায় কাজ করে। তার কাছে সব সময় অস্ত্র থাকে। সমাজে কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থে তাকে ব্যবহার করে।
- দেশ থেকে বহিষ্কারের
- নাগরিকত্ব বিলোপের
- পুনর্বাসনের
- বন্দি করার
5710. ইসলামের বিধান অনুসারে অমিতের-
- শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে
- সন্ত্রাসের কারণ উদঘাটন করতে হবে
- নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আখলাক - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 571"