আকাইদ – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 540
জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা | 5391. সামাদুন শব্দের অর্থ কী?
- দয়ালু
- ক্ষমাশীল
- অমুখাপেক্ষী
- সহনশীল
5392. নবি-রাসুলগণ ছিলেন-
- পথ প্রদর্শক
- নূরের তৈরি
- নিষ্পাপ
A,C
5393. ফেরেশতাগণ কিসের তৈরি?
- মাটির
- নূরের
- আগুনের
- পানির
5394. রিসালাত শব্দের অর্থ কী?
- সংবাদ বহন
- মহাপ্রলয়
- পথ প্রদর্শন
- পরকাল
5395. ‘আকিদা’ শব্দের অর্থ কী?
- ভাগ্য
- কপটতা
- সমাপ্ত
- বিশ্বাস
5396. এক নবির পর অন্য নবি সাধারণত কতটি কারণে এসে থাকেন?
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
5397. দুনিয়ার প্রথম মানব কে?
- ইব্রাহিম (আÑ
- ইসমাইল (আ)
- নূহ (আ)
- আদম (আ)
5398. শাফাআত শব্দের অর্থ কী?
- উপস্থাপন করা
- সুপারিশ করা
- দোয়া করা
- দয়া করা
5399. নবুয়ত অর্থ কী?
- পীরদের দায়িত্ব
- নবিগণের দায়িত্ব
- আউলিয়াদের দায়িত্ব
- সাহাবিগণের দায়িত্ব
5400. রিসালাতের মর্মকথা হলো-
- এক আল্লাহর ইবাদত করা
- মৃত্যুর কথা ভুলে থাকা
- তাগুতকে বর্জন করা
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-কুইজ-540"