আকাইদ – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 539
5381. কুরআন মাজিদে কতজন নবি-রাসুলের কথা বলা হয়েছে?
- 23
- 24
- 25
- 26
5382. খতম শব্দের অর্থ কী?
- শুরু
- পড়া
- শেষ
- দায়িত্ব
5383. হুসনা শব্দের অর্থ কী?
- প্রিয়তম
- সুন্দরতম
- শ্রেষ্ঠতম
- নিকৃষ্টতম
5384. কারা নিজেদের মুসলিম দাবি করে-অথচ মুসলিম নয়?
- মুনাফিকরা
- কাফিররা
- ফাসিকরা
- অহংকারীরা
5385. রিসালাত শব্দের অর্থ খী?
- সংবাদ
- সংবাদ বহন
- সংবাদ বাহক
- পত্র
5386. রাসুল (স) ছিলেন-
- মানবতার মুক্তির দূত
- সর্বশেষ ও সর্বশেষ্ঠ নবি
- আরব ও বিশ্বের দলনেতা
A,B
5387. যে ব্যক্তি নিফাক করে তাকে কী বলা হয়?
- কাফির
- মুনাফিক
- মুশিরিক
- ফাসিক
5388. শাফাআত সাধারণত কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
5389. নবি-রাসুলগণ মানুষকে কোনপথে পরিচালিত করেছেন?
- তাগুতের
- সত্য ও ন্যায়ের
- বন্ধুর
- আলোকময়
5390. বারযাখ হলো-
- কবরের জীবন
- আখিরাতের প্রথম পর্যায়
- কিয়ামত পরবর্তী জীবন
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 539"