আকাইদ – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 537
5361. ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে কী বলে?
- রিসালাত
- ইবাদত
- ইমান
- আকাইদ
5362. নৈতিকতা হলো-
- সত্যকথা বলা
- নিজের মতো চলা
- ভ্রাতৃত্বের সম্পর্ক গড়া
A,C
5363. মুশফিক ও মিনহাজ একই অফিসে চাকরি করে। মুশফিক যথাসময়ে অফিসে আসে এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। মিনহাজ সুযোগ পেলেই বিভিন্ন অজুহাতে নির্দিষ্ট সময়ের পর অফিসে এবং কাজেকর্মে ফাঁকি দেয়।
- রাসুলগণের
- খতমে নবুয়তের
- আখিরাতের
- পুলসিরাতের
5364. মিনহাজের কাজের জন্য সে পরকালে লাভ করবে-
- জাহান্নাম
- শাস্তি
- আযাব
A,B,C
5365. নবি-রাসুলগণ শিক্ষা দিতেন-
- উত্তম চরিত্র
- নীতি-নৈতিকতা
- বিজ্ঞান ও অর্থনীতি
A,B
5366. কিয়ামতের দিন কয়টি কারণে শাফাআত করা হবে?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
5367. আসমানি কিতাবগুলোর মধ্যে ছোট কিতাবগুলোকে কী বলা হয়?
- সগীরা
- কিতাব
- সাদিক
- সহিফা
5368. সকল নবি-
- সাহাবি নন
- রাসুল নন
- সত্যবাদী নন
- পুণ্যবান নন
5369. বারযাখ হলো-
- হাশরের জীবন
- মিযানের জীবন
- জান্নাতের জীবন
- কবরের জীবন
5370. ঈমানের প্রধান দিকগুলো হচ্ছে-
- অন্তরে বিশ্বাস করা
- মুখে স্বীকার করা
- বিশ্বাস অনুযায়ী আমল করা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 537"