আকাইদ – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 542
5411. নিফাক শব্দের অর্থ কী?
- বাচাল
- অবিশ্বাস
- কপটতা
- মিথ্যাচার
5412. কিয়ামতের দিন সূর্য কেমন থাকবে?
- আলোহীন
- সহনীয়
- উত্তপ্ত
- শীতল
5413. তারেক তার পিতার নিকট থেকে বই কেনার জন্য টাকা নেয়। কিন্তু সে বই না কিনে বন্ধুদের নিয়ে টাকাগুলো খরচ করে ফেলে। তাকে জিজ্ঞাসা করা হলে সে মিথ্যা কথা বলে।
- কুফরের
- নিফাকের
- শিরকের
- যুলুমের
5414. তারেক এ অভ্যাস ত্যাগ না করলে তার পরিণতি হবে-
- সে গুনাহগার হবে
- তার স্থান হবে জাহান্নামের তলদেশে
- সে মুনাফিক হয়ে যাবে
A,B,C
5415. যাকাতের অন্যতম গুরুত্ব কী?
- অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা
- মৌলিক চাহিদা পূরণ করা
- গরিবদের অর্থ দান করা
- সর্বস্তরে ভোগের প্রাধান্য তৈরি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 542"