আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2236
এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-কুইজ | 22351. মৃত্যুর পরের জীবনকে কী বলে?
- আখিরাত
- বারযাখ
- হাশর
- কিয়ামত
22352. ঘুষ গ্রহণ কোন ধরনের অপরাধ?
- নিফাকি
- কুফরি
- ফাসিকী
- শিরক
22353. কারা নৈতিক ও উত্তম চরিত্রের অধিকারী হয়?
- আধুনিক শিক্ষায় শিক্ষিত
- সুশিক্ষিত মানুষ
- বিজ্ঞানিগণ
- দার্শনিকগণ
22354. নবিগণ ও আল্লাহর সাথে সম্পর্ক-
- প্রভু-ভৃত্যের
- সহযোগীর
- দাতা-গ্রহীতা
- সহকারীর
22355. মহাশূণ্যে যেটি কিছু আছে সবকিছুই তার স্ব স্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। এটি কীসের প্রমাণ বহন করে?
- খাতমে নবুয়ত
- তাকওয়া
- রিসালাত
- তাওহিদ
22356. আল্লাহ, নবি-রাসূল, ফেরেস্তা ইত্যাদি বিষয়গুলো হলো আকাইদের –
- আচরণগত দিক
- প্রায়োগিক দিক
- বিশ্বাসগত দিক
- বাস্তব দিক
22357. ‘আল হিকমা শব্দের অর্থ কী?
- মযার্দাপূর্ণ
- মহিমান্বিত
- স্বয়ং সম্পূর্ণ
- মাহত্ম্যপূর্ণ
22358. খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রবান হ্ওয়া যায়-
- ইমান আনয়ন করে
- ইসলাম পালন করে
- ইবাদত করে
- কুরআন অধ্যয়ন করে
22359. * আবু হোসেন ৭ম শ্রেণিতে পড়ে । সে সহপাঠীদের সাথে কথা বললে মিথ্যা বলে। শ্রেণিতে কলম, রাবার ইত্যাদি চুরি করে। বন্ধুদের কাছ থেকে কোনো কিছু নিলে সে সময় মতো দিতে চায় না।
- প্রতারণা
- অকৃতজ্ঞ হওয়া
- গোপন করা
22360. আবু হোসেনের চরিত্রে কাদের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
- মুশরিক
- কাফির
- মুনাফিক
- ফাসিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-কুইজ- 2236"