এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 169
1681. প্রিতমের দেশের মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদন এর চেয়ে –
- বেশি বা কম হতে পারে
- সমান হতে পারে
- সব সময় কম হবে
- সব সময় বেশি হবে
A,B
1682. দেশে জনগণের মাথাপিছু আয় কম হওয়ার কারণ –
- মজুরির হার নিম্ন পর্যায়ের
- বেকারত্বের হার অত্যধিক
- অর্ধবেকারত্ব ক্রমবর্ধমান
- মজুরির হার উচ্চ পর্যায়ের
A,B,C
1683. ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃতি কেমন?
- স্বল্পমেয়াদি
- মধ্যমেয়াদি
- দীর্ঘমেয়াদি
- অন্তিম মেয়াদি
1684. সাধারণ শ্রমিকদের উৎপাদনশীলতা অল্পের কারণ হলো –
- জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার
- জনগণের সাক্ষরতার নিম্নহার
- কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার অভাব
- সচেতনতার অভাব
A,B,C
1685. উক্ত সংস্থাগুলোর অবদানের মাধ্যমে বাংলাদেশ –
- উন্নয়নের ধারা অব্যাহত রাখছে
- গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে
- অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হয়েছে
- অবকাঠামোগত অবনতি সম্পন্ন হয়েছে
A,C
1686. মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানার কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়?
- তুলা
- সুতা
- কাপড়
- শার্ট
1687. একটি দেশের মাথাপিছু আয় ক্রমেই বাড়ছে, কৃষির ওপর নির্ভরশীলতাও ক্রমশ কমছে – এক্ষেত্রে দেশটি কেমন হবে?
- উন্নত
- অনুন্নত
- উন্নয়নশীল
- স্বল্পোন্নত
1688. উন্নত দেশে জনসংখ্যার প্রকৃতি কেমন?
- নিয়ন্ত্রিত
- অনিয়ন্ত্রিত
- বৃদ্ধির হার অনেক বেশি
- বৃদ্ধির হার সন্তোষজনক
1689. সেবা খাতের অন্তর্গত কোনটি?
- হাসপাতাল
- ব্যাংক
- বিদ্যালয়
- শপিংমল
1690. মুসা ও জাহিদ দুই বন্ধু মিলে বন থেকে গাছ কেটে এনে তা থেকে তক্তা তৈরি করল। তক্তা দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানিয়ে বাজারে বিক্রি করল।এখানে মাধ্যমিক স্তরের দ্রব্য হলো –
- দুই বন্ধু
- গাছ
- তক্তা
- আসবাবপত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এইচএসসি কুইজ মডেল টেস্ট অনুশীলন সকল বিষয়
সৌরজগৎ ও ভূমন্ডল – এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি
এসএসসি বাংলাদেশের ইতিহাস কুইজ মডেল টেস্ট অনুশীলন
0 responses on ""অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 169"