অম্ল-ক্ষারক-ও-লবণ – জেএসসি-বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 713
7121. লাল লিটমাস লেবুর রসে ডুবালে এর রং হবে-
- নীল
- সবুজ
- বাদামি
- লাল
7122. এসিডের সাধারণ মৌলিক পদার্থের নাম কী?
- কার্বন
- অক্সিজেন
- হাইড্রোজেন
- নাইট্রোজেন
7123. লেবুর রস কোন প্রকৃতির?
- অম্লীয়
- ক্ষারীয়
- নির্দেশক
- নিরপেক্ষ
7124. সাপের উপদ্রব কমাতে কোনটি ব্যবহৃত হয়?
- নাইট্রিক এসিড
- সালফিউরিক এসিড
- কার্বোলিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
7125. খাবার সোডা ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় কোন লবণটি উৎপন্ন হবে?
- KC1
- NaC1
- CaCI2
- MgCI2
7126. ট্যানিক এসিড থাকে-
- তেঁতুলে
- কমলায়
- চা এ
- ভিনেগারে
7127. একদিন আবির কৌতূহলবশত বেগুনী বাধাকপির পাতার নিষ্কাশিত রসে ‘ক’ দ্রব্যটি যোগ করে পরিবর্তিতে রং লক্ষ করল’। উল্লেখ্য ‘ক’ দ্রব্যটিতে এসিটিক এসিড বিদ্যমান।
- উক্ত নির্যাস একটি নির্দেশক
- পরিবর্তিত রং গোলাপি লাল বর্ণের
- ‘ক’ দ্রব্যটি দ্রবণে H+ আয়ন দেয়
A,B,C
7128. উক্ত নির্যাসে ‘ক’ এর পরিবর্তে সাবানের পানি যোগ করলে দ্রবণটি কোন বর্ণ ধারণ করবে?
- গাঢ় লাল
- খয়েরী
- সবুজাভ নীল
- সবুজাভ হলুদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল-ক্ষারক-ও-লবণ - জেএসসি-বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 713"