অম্ল-ক্ষারক-ও-লবণ – জেএসসি-বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 712
7111. লিটমাসকে ক্ষার দ্বারা গাঁজন করলে কোন বর্ণ ধারণ করে?
- নীল
- লাল
- সবুজ
- বর্ণহীন
7112. কোন যৌগিক পদার্থটি নীল লিটমাসকে লাল করে?
- NaOH
- NC1
- KOH
- CuO
7113. লেবুর রসে কোনটি বিদ্যমান?
- টারটারিক এসিড
- সাইট্রিক এসিড
- ট্যানিক এসিড
- এসিটিক এসিড
7114. তেঁতুলে কোন এসিড বিদ্যমান?
- সাইট্রিক
- ম্যালিক
- নাইট্রিক
- টারটারিক
7115. পানিতে একটি নীল লিটমাস রাখলে এর বর্ণ-
- লাল হবে
- বাদামি হবে
- সবুজ হবে
- অপরিবর্তিত থাকবে
7116. চুনের পানির রাসায়নিক নাম কী?
- ক্যালসিয়াম অক্সাইড
- ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড
- ক্যালসিয়াম ক্লোরাইড
- ক্যালসিয়াম কার্বনেট
7117. লিটমাস কাগজের উৎস কী?
- সালফার যৌগ
- লিচেন গাছ
- নাইট্রিক এসিড
- ক্ষার
7118. সাবান তৈরির মূল উপাদান কোনটি?
- ক্ষারক
- এসিড
- নির্দেশক
- লবণ
7119. H2SO4 একটি এসেড; কারণ-
- এর অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে
- এটি নীল লিটমাসকে লাল করে
- এটি টক স্বাদযুক্ত
A,B,C
7120. নিচের কোনটি ক্ষারীয় যৌগ?
- ইথানল
- চুনের পানি
- খাবার সোডা
- ভিনেগার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল-ক্ষারক-ও-লবণ - জেএসসি-বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 712"