অনেক আগে থেকেই চাকুরীর প্রস্তুতি নিয়ে কিছু কথা ——–
আমরা অনেকেই চাকুরীর পরীক্ষার প্রস্তুতির শুরুতে খুব দুশ্চিন্তায় থাকি যে বাংলা কোন বই পড়বো, ইংরেজী কোন বই পড়বো , গনিত কোন বই ইত্যাদি নানান চিন্তা । আবার অনেকে দেখা যায় অনার্স ১ম বর্ষে স্টাডি করছে কিন্তু এখনি বি সি এস বা অন্যান্য চাকুরীর বিষয় নিয়ে গভীরভাবে মগ্ন । আমি অনেক ইনবক্স পেয়েছি এসব নিয়ে । সবার আগে যারা খুব জুনিয়র অনার্স ১ম , ২ য় বা ৩ য় বর্ষে পড়ুয়া স্টুডেন্টরা তাদের উদ্দেশ্যে বলছি প্রতিটা কাজের উপযুক্ত একটা সময় আছে এবং সেটা তখনি করা উচিত । যখনকার কাজ তখনই করাটা শ্রেয় । নাহলে কাজ পণ্ড হবার আশঙ্কা থাকে । আমি HSC তে পড়ার সময় কিছু স্টুডেন্টকে দেখেছিলাম ১ম বর্ষ থেকেই মেডিক্যাল, বুয়েট ও ভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে ব্যাপক সিরিয়াস, আর বিনিময়ে আসল পরীক্ষা HSC তেই সিরিয়াস খারাপ রেজাল্ট । তেমনি যারা তোমরা অনার্স এ আছো তোমাদের চিন্তা করা উচিত অনার্স এ ভালো রেজাল্ট করার । আর খেয়াল রাখতে হবে বি সি এস ই একমাত্র জব নয় আমাদের দেশে । আর অন্যান্য অনেক ভালো জব আছে । অনার্স এ যারা খুব ভালো রেজাল্ট করবে তারা বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে উচ্চতর স্টাডিতেও বাইরে যেতে পারে । তাই আগে অনার্স এ নিজের বিষয়ে ভালো রেজাল্ট করার দিকে বেশি মনোযোগ দেয়া উচিত । ফাইনাল ইয়ারে এসে চাকুরী ও অন্যান্য পরীক্ষা নিয়ে ভাবা উচিত । আর কিভাবে শুরু করতে পারেন আগেই বলেছি, বারবার বিগত কয়েক বছরের প্রশ্ন দেখুন তাহলেই ধারনা টা হয়ে যাবে । যেকোনো প্রস্তুতির শুরুতে বিষয়ভিত্তিক আপনি ৪০ দিনের সময় প্ল্যান করে নিয়ে স্টাডি কর লাইক বাংলা ,ইংরেজী ,গনিত, বিজ্ঞান ও প্রযুক্তি ও সাধারন জ্ঞান প্রতিটা বিষয় ৮ দিন করে । এই ৮ দিনের মধ্যে যেটি যা পারবেন স্টাডি করে ফেলবেন । নির্দিষ্ট কোন বই থেকে স্টাডি নয়, বিভিন্ন টপিকগুলো একটি একটি করে স্টাডি করে ফেলুন নিজের মত । যেমন বাংলা তে সাহিত্য অংশটুকু সমিত্র শেখর স্যার এর বই এর আধুনিক মধ্য আর প্রাচীন যুগ দেখুন সন্ধি , সমাস, বচন , ধ্বনি পরিবর্তন ইত্যাদি পুরনো এস এস সির বোর্ডের গ্রামার বই থেকে দেখতে পারেন , গনিতের এস এস সির বই থেকে বীজগণিত অংশ থেকে দেখতে পারেন অনুপাত, সুচক, লগারিদম, সংখ্যারেখা , সেট ইত্যাদি , ইংরেজীতে appropriate preposition , group verb chowdhury and hussain এর advance বই থেকে দেখতে পারেন । proverb ও একই বই এর ট্রান্সলেশন অংশ থেকে এবং লাল জয় মাঝারি সাইজ dictionary একদম শেষে কিছু আছে সেখান থেকে দেখতে পারেন , সাধারন জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইত্যাদি । এভাবে টপিক ধরে ধরে স্টাডি করে যান । অনেকে আবার বলেন একটা বই থেকে পড়লেই কি হবে ? আমার উত্তর আগে খেয়াল রাখবেন যতটুকু স্টাডি করছেন তার কততুকু মনে আছে , বা কতটা আপনি প্রয়োগ করতে পারবেন ? শুধু বেশি বেশি স্টাডি করলেই হবেনা , সেটা কাজেও লাগাতে হবে । আপনি অবশ্যই খেয়াল রাখবেন একই বিষয়ের একটি বই এর বাইরে যখন অন্য বই স্টাডি শুরু করতে যাচ্ছেন তখন প্রথম বইটি আপনার ঠিকমতো আয়ত্তে আছে তো ? এজন্যই বারবার বলে যাচ্ছি একটু টপিক ধরে ধরে স্টাডি করার জন্য , তাহলে আপনাদের সুবিধা হবে । যখন মেডিক্যাল কলেজে অ্যাডমিশন টেস্টের জন্য স্টুডেন্ট পড়াতাম তখন কত স্টুডেন্ট কে দেখেছি অযথা ২-৩ টা বই স্টাডি করে চান্স পেল রংপুর, কুমিল্লা , ফরিদপুর মেডিক্যাল এ এবং আরেকজন একটি বই ভালোমতো স্টাডি করে চান্স পেল DMC or SALIMULLAH MEDICAL এ , তাহলে লাভ টা বেশি কার হোল?? এটা এজন্যই বললাম আমরা কত বেশি স্টাডি করছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পড়াটা কতটা perfect, আপনার কাছে যে বইগুলো আছে সেগুলোই ভালোমতো পড়ে ফেলুন । নানান জনকে জিজ্ঞেস করা বাদ দিয়ে আগে নিজেকে জিজ্ঞেস কর যে আপনার কাছে যেসব বই আছে সেগুলো ভালোমতো স্টাডি করেছেন তো??? না করে থাকলে প্রতিটা বিষয় ৭-৮ দিন করে সময় নিয়ে এর মধ্যে প্রতিটা বিষয় মোটামুটি যেটি পারবেন স্টাডি করে ফেলুন । নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন , আপনি নিজেই আসলে জানেন কি কি স্টাডি করতে হবে , আর বাজারে প্রচলিত গাইডগুলো MCQ পরীক্ষার জন্য ভালোই । এগুলোর যেকোনো একটা দেখে নিতে পারেন । বাংলার জন্য এস এস সির বোর্ডের গ্রামার বই , সমিত্র শেখর স্যার এর বই , mp3 দেখতে পারেন , গনিতের জন্য এস এস সির বীজগণিত বই, ক্লাস এইটের পাটিগণিত বই , mp3, professors দেখতে পারেন , ইংরেজীর জন্য advance,apex, applied english grammar and compostion by P.C.Das, oracle দেখতে পারেন , বিজ্ঞান ও প্রযুক্তি mp3 , পুরনো সিলেবাসের এস এস সির বিজ্ঞান বইগুলো থেকে টপিক ভিত্তিক দেখতে পারেন , সাধারন জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স,mp3, আজকের বিশ্ব বা নতুন বিশ্ব দেখতে পারেন , অনেকে অনেকবার জিজ্ঞেস করেন কি কি বই পড়বেন ???? বারবার একই প্রশ্ন করেছেন । যেসব বই বললাম আপনি নিজেও এগুলোর নাম জানেন । যেকোনো একটা পড়ে ফেলুন না, তাহলেই তো হয়ে যায় । প্রতিটা বিষয়ের ওপর মোটামুটি একটা প্রস্তুতি নেয়া হয়ে গেলে পড়ে নিজের স্টাডি টা আর লব্ধ জ্ঞানটাকে যতটা পারুন upgrade করার চেষ্টা কর । পরীক্ষার হলে যেন স্টাডিটা পুরোপুরি কাজে লাগিয়ে আসতে পারেন সেদিকেই মূল খেয়ালটা আপনাকে রাখতে হবে । আমার লেখায় অনেক ভুলভাল থাকতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন , নিজে স্টাডি করেছি সেই ৩.৫ বছর আগে , এখন তো আর অফিসে বসে বসে চাকুরীর পড়া পড়িনা ,তাই টুকটাক ভুল হতেই পারে । আর অনভ্যাসে বিদ্যা হ্রাস পায় এটাই স্বাভাবিক নয়কি ??? আমি একটু গাইড দেয়ার চেষ্টা করছি মাত্র । কারো সামান্য উপকার হলেই আমি খুশি । ভালো থাকবেন সবাই , always good luck guys.tc.
আরো পড়ুন:
0 responses on "অনেক আগে থেকেই চাকুরীর প্রস্তুতি নিয়ে কিছু কথা"