📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 72 )

Loss of agricultural productivity
কৃষি উত্পাদনশীলতার ক্ষয়
Take action against brick kiln owners
ইট ভাটার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।
.

In five upazilas of Lalmonirhat, 500 bighas of farmland lose productivity every year.

লালমনির হাটের ৫ উপজেলার ৫০০বিঘা আবাদীজমি প্রতিবছর উত্পাদনশীলতা হারায় ।
This happens because the owners of these lands are forced to sell the topsoil to some 40 brick kilns to make bricks.
৪০টি ইট ভাটায় ইট তৈরি করার জন্য এইসব জমির মালিকদের জমির উপরি মাটি বিক্রি করতে বাধ্য করা হয়েছে যার কারণে এমনটি হয়েছে।

The downside to removing topsoil from a farmland plot is that it renders the land useless for years.
আবাদী জমির উপরিভাগের মাটি অপসারণের ফলে জমিগুলো বছরের পর বছর অনাবাদী থাকছে।
.

Almost all the nutrients needed to grow crops and regenerate the land for future cropping comes from topsoil.
শষ্য উত্পাদনের প্রয়োজনীয় প্রায় সকল পুষ্টিউপাদান ও ভবিষ্যত ফসল পুন: উত্পাদনশক্তি মাটির উপরিভাগেই থাকে।
.
But what makes this situation particularly unpalatable is that the nexus of brick kiln owners is forcing farmers to sell topsoil and the local administration is in no position to aid hapless farmers.
কিন্তু ইট ভাটা মালিকদের সংঘটিত চক্র কৃষদের জমির উপরিভাগ বিক্রি করতে বাধ্য করছে এবং স্থানীয় প্রশাসন অসহায় কৃষকদের সহায়তার জন্য কোন পদক্ষেপ না নেওয়ায় এই অবস্থা আরো দুগর্তি পূর্ণ হয়েছে।
/
That traditional brick kilns are causing serious damage to the environment is an established fact.
প্রচলিত ইট ভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি সাধন করছে যেটি সবার জানা।
.
Now food security is being threatened, not just in Lalmonirhat but also other districts, which is a worrying development.
এখন শুধু লালমনির হাটে নয় , অন্য জেলাতেও খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে
যা মারাত্মক আকার ধারণ করছে।
.
Ironically, it is also impossible to make bricks without topsoil.
ব্যাঙ্গার্থকভাবে বলা যায় , জমির উপরি মাটি ব্যবহার ছাড়া ইট তৈরি প্রায় অসম্ভব ।
/
The Brick Burning Control Act 1989 (revised 2013) specifically prohibits the utilisation of any soil from agricultural land.
ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন– ১৯৮৯(সংশোধিত ২০১৩ ) কৃষি জমি থেকে যেকোন মাটি ব্যবহারকে বিশেষভাবে নিষিদ্ধ করেছে।
.
While having the Act is reassuring, we are distressed to see that there is no official agency to monitor whether the Act is being violated or not.
আইনের পূননিশ্চয়তা থাকার পরও আইন লঙ্ঘন হচ্ছে কিনা তা তদরকির কোন সরকারি প্রতিষ্ঠান না থাকায় আমরা মর্মাহত হয়েছি।
.

This explains why the brick kiln industry is making hay in places like Lalmonirhat and food security is being threatened through loss of agricultural productivity.
এইটিই প্রমাণ করে কেন লালমনির হাটের মতো জায়গায় ইট ভাটা শিল্প ব্যাঙ্গের ছাতা মতো বেড়ে উঠছে এবং কৃষির উত্পাদশীলতা হারানোর মাধ্যমে খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে।
/
It is time for authorities to act on this very serious issue.
এই মারাত্মক ইস্যুতে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের এখনই সময় ।
/
With nearly 7,000 brick kilns in operation nationwide, there is serious need for a watchdog to oversee that farmlands and farmers are protected for the greater interest.
সারাদেশে প্রায় ৭০০০ ইটভাটা রয়েছে , আবাদিজমিকৃষিকদের বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য একটি তদারকি প্রতিষ্ঠান গঠন করা খুবই জরুরী।

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 72 )"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved