📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 21 )

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 21 )

The neglected national poet
অবহেলিত জাতীয় কবি
Preserve and promote his works
তাঁর সাহিত্যকর্মগুলো সংরক্ষণ ও উন্নতিকরণে পদক্ষেপ নিন।
.

We as a nation honour ourselves by revering Kazi Nazrul Islam as our national poet.
কাজী নজরুল ইসলামকে আমাদের জাতীয় কবি হিসেবে পেয়ে আমরা জাতি হিসেবে সম্মানিত / গর্বিত।
And why shouldn’t we, considering his immense contribution to poetry, music and the spirit of nationalism?
তাই কবিতা , গান, ও জাতীয়তাবোধের চেতনায় তাঁর অপরিসীম অবদানকে কেন আমাদের গুরুত্ব দেয়া উচিত নয় ?

But have we done enough to uphold and propagate the works and memory of “one of the world’s most morally provoking artists of the twentieth century””?
কিন্তু বিংশ শতাব্দীর বিশ্বের সবচেয়ে বেশি নৈতিকতা উদ্দীপনাকরী কবিদের মধ্যে অন্যতম কবির সাহিত্যকর্ম ও স্মৃতিগুলো রক্ষা ও উন্নতি করার জন্য কি আমরা যথেষ্ঠ পদক্ষেপ নিয়েছি?

There is very little research on his creative life and works.
তাঁর সৃষ্টিশীল জীবন ও সাহিত্যকর্ম নিয়ে কমই গবেষণা হয়েছে।

The Nazrul Research Centre at Dhaka University is suffering from inadequate funds and research facilities.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্র তহবিল সংকট ও গবেষণা সুবিধা না পাওয়ার মতো সমস্যা জর্জরিত।
Nazrul studies is also neglected in the national curriculums.
জাতীয় পাঠ্যক্রমেও নজরুলে লেখা উপেক্ষিত।

Though there have been attempts to translate Nazrul’s work into various languages Nazrul has yet to receive proper global exposure.
নজরুলের সাহিত্যকর্মগুলো বিভিন্ন ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করলেও তিনি বিশ্বব্যাপী পরিচিতি যথাযথ ভাবে হয়নি ।

The Kabi Bhaban, along with other memorials of the poet, is in a dire condition due to absence of routine renovation, maintenance and preservation efforts.
কবির অন্যান্য স্মৃতিরময় স্থানগুলোর মতোই কবি ভবনও যথাযথ সংস্কার , রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে বেহাল দশায় নিমজ্জিত ।

Recently, a group of artists has made some specific demands in this regard.
সম্প্রতি একটি শিল্পী গোষ্ঠী নজরুল স্মৃতি রক্ষাকল্পে কিছু বিশেষ দাবি পেশ করেছে।

It includes repairing and enhancing the beauty of Nazrul memorials at Shahbagh’s Birdem and Saarc Fountain and setting up nameplates citing Nazrul’s verses at different important places in the capital.
যার মধ্যে রয়েছে শাহবাগের বারডেম ও সার্ক ফোয়ারায় অবস্থিত নজরুল স্মৃতি ফলকগুলোর সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরুলের গান, কবিতা, ছড়া সম্বলিত ফলক স্থাপন।
We fully endorse these suggestions, and hope the government will take necessary initiatives.
আমরা দাবিগুলোর সাথে সম্পূর্ণ একমত এবং আশা করি সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

There should also be conscious efforts by researchers, artistes and the media to introduce the audience to the variety and richness of Nazrul’s creations.
নজরুলের সৃষ্টিশীলতার বৈচিত্রতা ও উ্তকৃষ্টতা শ্রোতাদের কাছে তুলে ধরতে গবেষক, শিল্পী ও গণমাধ্যমের সজাগ থাকাও জরুরী।
Nazrul’s works and philosophy must be allowed to thrive, for they are part of our rich heritage to be handed down to future generations.
নজরুলের সাহিত্যকর্ম ও দর্শনকে উন্নতিকল্পে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে কেননা সেগুলো আমাদের উন্নত ঐহিত্যের অংশ এবং সেগুলোকে ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

 

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 21 )"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved