
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ঘোষিত রুটিন পরিবর্তন করে পরীক্ষা পেছানোর দাবিতে কুমিল্লায় রোববার (৪ঠা ফেব্রুয়ারি) সকালে ধর্মপুর এলাকায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাটিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি কলেজের ১৪ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শুরুর রুটিন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এছাড়া পরীক্ষা পেছানোর দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কিশোরগঞ্জে।
রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী তানিশা জাহান তানিয়া দৈনিকশিক্ষা ডটকমকে জানান, ২০শে ফেব্রুয়ারি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শুরুর রুটিন দেয়া হয়েছে। এর আগে ১৩ই ফেব্রুয়ারি থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরুর রুটিন দেয়া হয়। অথচ চতুর্থ বর্ষের অনেক শিক্ষার্থী তৃতীয় বর্ষ মান্নোনয়ন পরীক্ষা দিবে। দুটি বর্ষের পরীক্ষার সময়সূচী প্রায় একই সময়ে হওয়ায় শিক্ষার্থীরা চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন।
শিক্ষার্থীরা জানান, সেশনজট কমানোর নামে তড়িঘড়ি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সমস্যায় ফেলা হচ্ছে। তারা আরও বলেন, একই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন চলছে। তারা অবিলম্বে রুটিন পরিবর্তন করে চতুর্থ বর্ষের পরীক্ষা পেছানোর জোর দাবি করেন।
রোববার বেলা ১১টায় কুমিল্লার ধর্মপুর রেলগেটের ঘটনার পর পরবর্তীতে শিক্ষার্থীরা স্ব স্ব ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রাখে। দাবি না মানলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষের শিক্ষার্থী তুষার, নিলয় ও হারুন জানান, দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এ সময় পুলিশ সদস্যরা আমাদের ওপর চড়াও হয়। পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন মেয়ে শিক্ষার্থীর চুল ধরে টানা-হেঁচড়া করে।
পরীক্ষা পেছাতে শিক্ষার্থীদের রেলগেটে অবরোধকারীরা আরও জানান, পুলিশ ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের ছাত্রী তাসমিয়া, ইংরেজী বিভাগের সিরাজ, তৌহিদ, অর্থনীতি বিভাগের ফয়েজ, পদার্থবিজ্ঞান বিভাগের রাসেল, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইয়াছিন, ব্যবস্থাপনা বিভাগের রবিন এবং সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তুষার, মাধব, ব্যবস্থাপনা বিভাগের শাহ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাজমুল হাসান, আলী আকবর ও সুজনসহ ১৪ শিক্ষার্থীকে আটক করেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। কয়েকজন শিক্ষার্থী উগ্র আচরণ করায় তাদের আটক করা হয়। তবে কিছুক্ষণ পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা রোববার বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে সড়ক বন্ধ রেখে আধা ঘন্টা মানববন্ধন করে নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষে পড়ুয়া শিক্ষার্থী। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ ও জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন।
অনার্স চতুর্থ বর্ষের রুটিন বাতিল দাবিতে রোববার (৪ঠা জানুয়ারি) রংপুর মহাগরীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক অফিস ঘেরাও করে। স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, মাহিগঞ্জ কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েটিং বিভিন্ন কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীরা।
৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন করে ৩য় বর্ষের পরীক্ষার শেষে নেয়ার দাবিতে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ অনার্স ৪র্থ বর্ষের (২০১৩-২০১৪) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে রোববার (৪ঠা ফেব্রুয়ারি)। গত ১ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন প্রকাশ করে। যার ফলে অন্যান্য কলেজের ন্যায় পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ ও জাতীয় বিশ্বাবিদ্যালের উপাচার্য় বরাবর অধ্যক্ষের মাধ্যেমে স্মারকলিপি প্রদান করে।
আরো পড়ুন: