
অনলাইনে ইংলিশ স্পিকিং কোর্স
ফ্রিল্যান্সিং করতে তথা বিদেশ ভ্রমণে ইচ্ছুক এবং ইংরেজীতে দুর্বল শিক্ষার্থীদের জন্য ইশিখন.কম চালু করেছে অনলাইনে ইংরেজী স্পিকিং কোর্সের সাথে আপনাকে দেওয়া হবে, কিছু সফ্টওয়্যার, ওয়েবসাইট এড্রেস এবং এগুলোর ব্যবহার।
যাতে করে খুব অল্প সময়ে দ্রুত আপনি ইংরেজী আয়্ত্ত্ব করতে পারেন। তাছাড়া এড্রয়েড মোবাইল ইউজারদের জন্য কিছু এপ্সও রয়েছে। বর্তমান ডিজিটালযুগে সফ্টও্য়্যার তথা প্রযুক্তির মাধ্যমে আমরা যেকোন কিছু খুব সহজেই আয়্ত্ত্ব করতে পারি, ইনফোনেট দিচ্ছে আপনাকে ব্যবহারিক জীবনে তথা শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ে নিজেকে সফল করার জন্য যাবতীয় সুযেগা-সুবিধা।ইংরেজী স্পিকিং কোর্স। দেশের যেকোন প্রান্ত থেকে এখন আপনি ইংরেজী শিখতে পারবেন।
অনেকেই শুধুমাত্র ইংরেজী স্পিকিং এর জন্য ঢাকায় আসেন, আবার ইংরেজীতে দুর্বল শিক্ষার্থীদের জন্যও আমরা ইংরেজী স্পিকিং কোর্সটি চালু করেছি, যেকেউ উক্ত কোর্সে অংশ নিতে পারবেন। সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।
কোর্সে অংশ নিতে এখানে যান: https://eshikhon.com/all-courses