অংশীদারি-ব্যবসা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 94
931. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কী?
- মুনাফা অর্জন করা
- পন্য ও সেবার বিনিময় করা
- সদস্য ও জনগণের সেবাদান
- সদস্যদের মধ্যে মুনাফা বন্টন
932. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি-প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কীসের অনুরূপ?
- নগদান বই
- লাভ-ক্ষতি হিসাব
- নগদান হিসাব
- আর্থিক বিবরণী
933. আয়-ব্যয় হিসাবের ডেবিট পাশে দেখানো হয় –
- মুনাফা জাতীয় আয়
- মুনাফা জাতীয় ব্যয়
- মূলধন জাতীয় ব্যয়
- মূলধন জাতীয় আয়
934. চলতি বছরে ভাড়া বাবদ প্রদান ৩৬,০০০ টাকা। চলতি বছরের ১/৫ অংশ বকেয়া থাকলে ভাড়ার পরিমাণ কত হবে?
- ৭২০০ টাকা
- ৯০০০ টাকা
- ৪৫০০০ টাকা
- ৫৪০০০ টাকা
935. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল কীভাবে সৃষ্টি হয়?
- প্রতিষ্ঠানের দায় অপেক্ষা বাড়তি সম্পত্তি থেকে
- প্রতিষ্ঠানের আর্ন অপেক্ষা বাড়তি ব্যয় থেকে
- প্রতিষ্ঠানের খরচ অপেক্সা বাড়তি উদ্বৃত্ত থেকে
- প্রতিষ্ঠানের নগদ উদ্বৃত্ত থেকে
936. মুকুট ডিবেটিং ক্লাব ০১-০৫-১৪ ইং তারিখে তার সদস্যদের কাছ থেকে চাঁদা বাবদ ১,০০,০০০ টাকা পেল। উক্ত চাঁদা প্রাপ্তির ফলে প্রতিষ্ঠানের –
- সম্পদ বাড়বে
- দায় বাড়বে
- মূলধন তহবিল বাড়বে
A,C
937. একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের চলতি বছরে প্রাপ্ত চাঁদার পরিমাণ ১৮,০০০ টাকা; এর মধ্যে বিগত বছরের চাঁদা রয়েছ রয়েছে ২.৫% এবং পরবর্তী বছরের চাঁদা ৫%, চাঁদা বাবদ আয়-ব্যয় বিবরণীতে কত টাকা হবে?
- ১৬৬৫০ টাকা
- ১৬০২ টাকা
- ১৬২০ টাকা
- ১৬০০ টাকা
938. প্রতিষ্ঠানের ২৫,০০০ টাকার ৫% সরকারি পেপার নোটে লগ্নি রয়েছে। প্রাপ্তি-প্রদন হিসাবে লগ্নির সুদ রয়েছে ৯৫০ টাকা। আয়-ব্যয় বিবরণীতে লন্গির সুদ বাবদ কত টাকা দেখানো হবে?
- ৩০০ টাকা
- ৬৫০ টাকা
- ৯৫০ টাকা
- ১২৫০ টাকা
939. অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে গণ্য-
- চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম
- আইনজীবীদের ফার্ম
- প্রকৌশলীদের ফার্ম
A,B,C
940. আয়াতিরিক্ত ব্যয় আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়?
- আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্বে
- অনুদানের সাথে যোগ করে
- প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করে
- প্রারম্ভিক মূলধন তহবিল থেকে বিয়োগ করে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "অংশীদারি-ব্যবসা - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 94"