অংশীদারি-ব্যবসায়ের-হিসাব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 112
1111. মিস মিলি তার অংশীদারি ব্যবসায়ের একজন সক্রিয় অংশীদার। তিনি নিট লাভের ৫% হারে কমিশন পায়। নিট লাভ ৮৪,০০০ টাকা।মিস মিলি পূর্ববর্তী নিট লাভের ওপর কমিশন পাবে কত টাকা?
- ৬০০০ টাকা
- ৫০০০ টাকা
- ৪৫০০ টাকা
- ৪২০০ টাকা
1112. পরবর্তী নিট লাভের ওপর তার কমিশন কত হবে?
- ৪০০০ টাকা
- ৪২০০ টাকা
- ৪৫০০ টাকা
- ৫০০০ টাকা
1113. ব্যবসায়ের বন্টনযোগ্য মুনাফা এবং প্রত্যেক অংশীদারদে পাওনা নির্ণয় করে কীভাবে?
- অংশীদারদের মূলধন হিসাব তৈরি করে
- অংশীদারদে উত্তোলন হিসাব তৈরি করে
- অংশীদারদের লাভ-লোকসান হিসাব তৈরি করে
- অংশীদারদের লাভ-লোকসান আবন্টন হিসাব তৈরি করে
1114. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ কতজন অংশীদার থাকতে পারে?
- ২ জন
- ৩ জন
- ৪০ জন
- ২০ জন
1115. অংশীদারগণ কমিশন পেতে পারেন –
- বন্টনযোগ্য মুনাফার উপর
- নিট মুনাফার উপর
- মূলধনের উপর
A,B
1116. অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?
- 2
- 7
- 10
- 20
1117. অংশীদারি চুক্তিতে উত্তোলনের ওপর সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে সুদের হার কত হবে?
- 0.05
- 0.08
- 0.1
- 0
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "অংশীদারি-ব্যবসায়ের-হিসাব - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 112"