অংশীদারি-ব্যবসায়ের-হিসাব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 110
1091. তিনজন ব্যক্তি অংশীদারি ব্যবসায় গঠন করে তা আইন অনুসারে পরিচালনা করে। হঠাৎ একজন সদস্য দেউলিয়া হয়ে গেলেন। এমতাবস্থায় অংশীদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হলো।উক্ত অংশীদারি ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?
- অবৈধ অংশীদারি ব্যবসায়ে
- অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়
- সাধারণ অংশীদারি ব্যবসায়
- ব্যাংকিং অংশীদারি ব্যবসায়
1092. উক্ত অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে-
- সম্মিলিতভাবে
- কোনো অংশীদারের মৃত্যুতে
- দেউলিয়া ঘোষিত হওয়ার কারণে
A,C
1093. ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ব্যবসায়ের প্রতিটি অংশীদারের দায় কেমন?
- অসীম
- সমীম
- সীমাবদ্ধ
- নির্দিষ্ট
1094. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যকে সমর্থন করে-
- অসীম দায়
- চূড়ান্ত সদ্বিশ্বাস
- চুক্তি-নির্ভর ব্যবসায়
A,B,C
1095. অংশীদারি ব্যবসায়ের সদস্যসংখ্যা –
- সাধারণ ব্যবসায়ে ৭ থেকে ২০ জন
- সাধারণ ব্যবসায়ে ২ থেকে ২০ জন
- ব্যাংকিং ব্যবসায়ে ২ থেকে ২০ জন
B,C
1096. উত্তোলনের সুদ-
- চুক্তিতে উল্লেখ থাকলে প্রদান করা হয়
- অবন্টন হিসাবের ক্রেডিট পাশে যায়
- মূলধন বা চলতি হিসাবের ডেবিট পাশে যায়
A,B,C
1097. ব্যাংকিং – এর ক্ষেত্রে অংশীদারি কারবারের গঠন করতে হলে সর্বোচ্চ কতজন সদস্য নেওয়া যায়?
- ১০ জন
- ২০ জন
- ২২ জন
- ২৫ জন
1098. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন-
- বাধ্যতামূলক নয়
- আদালতের প্রমাণ্য দলিল হিসেবে গৃহীত
- আইনগত সুযোগ-সুবিধা ভোগে সাহায্য করে
A,B,C
1099. বাংলাদেশে বহাল অংশীদারি আইনের কত ধারায় এ ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে?
- ২ ধারা
- ৪ ধারা
- ৩ ধারা
- ৫ ধারা
1100. অংশীদারি কারবারের আয়তন কেমন হয়ে থাকে?
- খুব ছোট
- খুব বড়
- ছোট ও মাঝারি
- বড়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "অংশীদারি-ব্যবসায়ের-হিসাব - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 110"