২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল ভর্তির ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন এর ফলাফল জানবেন যেভাবে

২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল ভর্তির ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন এর ফলাফল জানবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকা ২২ ফেব্রুয়ারি ২০১৮ প্রকাশিত হবে। উক্ত ফলাফল ঐদিন বিকাল ৪টার পর প্রথমে SMS এর মাধ্যমে তারপর রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। 

ফলাফল প্রকাশের পর ২য় মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ২৪/০২/২০১৮ থেকে ০১/০৩/২০১৮ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে। স্নাতক (সম্মান) প্রফেশনাল ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্লাশ ২০ ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হবে।

এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকার ফলাফল সর্ব প্রথম এসএমএস এর মাধ্যমে উল্লেখিত দিন বিকেল ৪ টার পরে প্রকাশ হবে। এই পদ্ধতিতে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

NU<space>ATHP<space>Roll No

এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

[বি.দ্রঃ এসএমএস এর মাধ্যমে বিকাল ৪ টায় ফলাফল প্রকাশের কথা থাকলে অনেক সময় নির্ধারিত সময়ের কিছু সময় পরে ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফলাফল প্রকাশ হওয়ার আগে এসএমএস করলে কোন রিপ্লাই এসএসএস পাবেন না/ ভুল ফলাফল পেতে পারেন। তাই ফলাফল প্রকাশ হওয়ার আগে এসএমএস করা থেকে বিরত থাকুন]

অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকার ফলাফল উল্লেখিত তারিখে রাত ৯ টার পরে অনলাইনে প্রকাশ হবে। উক্ত ফল এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে ফলাফল দেখতে পাবেন।

মোবাইল থেকে দেখতে সমস্যা হলে এখানে ক্লিক কর।

ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ

মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ

  • ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখঃ ২২/০২/২০১৮ থেকে ২৮/০২/২০১৮
  • কোন শিক্ষার্থীর মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে৷ তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে ৷
  • বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে নতুন করে কোন ফি প্রদান করতে হবে না।
  • বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না৷

২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ক্ষেত্রেঃ

  • ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২৪/০২/২০১৮ থেকে ০১/০৩/২০১৮
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২৪/০২/২০১৮ থেকে ০৩/০৩/২০১৮

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।

উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।

 

 

 

আরো পড়ুন:

অনার্স প্রফেশনাল কোর্সে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline