বাংলাদেশের ২০টির ওপর জেলা এখন বন্যার কবলে। সরকারি হিসেবে ছয়টি জেলায় মৃতের সংখ্যা বর্ত মানে ৩২ জন কিন্তু নিখোঁজ রয়েছে আরো অনেক মানুষ। সরকার ৬ লাখের মত মানুষ ক্ষতিগ্রস্ত বললেও, বিভিন্ন জেলায় খোঁজ-খবর নিয়ে জানা যাচ্ছে মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পনের (১৫) লাখ ছাড়িয়ে গেছে এর মাঝে।
২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখিন বাংলাদেশ। ভয়াবহ বন্যায় পানির নিচে তলিয়ে যাবে দেশের উত্তরাঞ্চল। আগামী ৫ দিনের মধ্যে ঢাকার কিছু কিছু জায়গা প্লাবিত হতে পারে বলেও ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। তাই সবাইকে সর্তক ও পূর্ব প্রস্তুতিমুলক ব্যবস্থাগ্রহণের নিদের্শ দেওয়া হয়েছে।
ঢাকাসহ ৯টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা
আগামী সপ্তাহের মধ্যে ঢাকাসহ ঢাকার আশেপাশে ঢাকা বিভাগের আরো ৯ জেলাও বন্যায় প্লাবিত হতে পারে। ঢাকার বৃড়িগঙ্গা, শীতলক্ষা, মেঘনার পানি বৃদ্ধি পেয়ে, ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদিসহ আশেপাশের আরো ৯টির মত জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আগামী সপ্তাহের মধ্যেই প্লাবিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল
আগামী পাঁচদিনের মধ্যে যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও কুমিল্লারও কিছু কিছু অংশ প্লাবিত হবে।
দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে নদ-নদী ভরাট থাকায় পাহাড়ি ঢলের পানি ব্যাপক বন্যা সৃষ্টি করবে। ফলে নতুন করে প্লাবিত হবে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোও। এক্ষেত্রে পানি সাগরে নেমে যেতে বিলম্ব হলে বন্যা গত জুলাইয়ের চেয়ে কিছুটা দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ২০টির মতো জেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়ে দেশের ৩৩ জেলা আক্রান্ত হওয়ার কথা ইতিমধ্যে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
অন্যদিকে দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সারাদেশের সব বিভাগেই মাঝারি থেকে ভারী অথবা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কাও প্রবল।
নদী | বিপদসীমা (সে.মি) | জেলা/অঞ্চল | নদী | বিপদসীমা (সে.মি) | জেলা/অঞ্চল | |
---|---|---|---|---|---|---|
আত্রাই | 145 | আত্রাই | ধরলার | 74 | কুড়িগ্রামে | |
আত্রাই | 71 | সিংড়ায় | ধলেশ্বরির | 113 | এলাশিনঘাটে | |
কালিগঙ্গার | 69 | তারাঘাটে | ধলেশ্বরির | 89 | মুন্সীগঞ্জে | |
করতোয়া-আত্রাই-ঘাঘটে | 112 | বাঘাবাড়িতে | ধলেশ্বরীর | 117 | কালাগাছিয়ায় | |
কুশিয়ারার | 45 | শেওলায় | পদ্মার | 136 | গোয়ালন্দে | |
কুশিয়ারার | 6 | শেরপুর | পদ্মার | 142 | ভাগ্যকূলে | |
কুশিয়ারার | 6 | সিলেটে | পদ্মার | 84 | মাওয়ায় | |
কুশিয়ারার | 36 | দিরাইয়ে | পদ্মার | 51 | সুরেশ্বরে | |
গঙ্গার | 32 | তালবাড়িয়ায় | পু. ধলেশ্বরীর | 9 | জগিরে | |
গড়াইয়ের | 12 | কামারখালিতে | বালু নদীর | 12 | ডেমরায় | |
ঘাঘটের | 65 | গাইবান্ধায় | ব্রহ্মপুত্রের | 88 | চিলমারীতে | |
টঙ্গি খালের | 16 | টঙ্গি | বুড়িগঙ্গার | 31 | হরিহরপুরে | |
যমুনার | 61 | নওগাঁয় | মেঘনার | 5 | নরসিংদীতে | |
যমুনার | 143 | বাহাদুরাবাদে | মেঘনার | 87 | বাইদের বাজারে | |
যমুনার | 119 | সারিয়াকান্দিতে | মেঘনার | 10 | মেঘনা ব্রিজে | |
যমুনার | 192 | কাজীপুরে | শীতলক্ষ্ম্যার | 27 | নারায়ণগঞ্জে | |
যমুনার | 175 | সিরাজগঞ্জে | শীতলক্ষ্ম্যার | 103 | লাখপুরে | |
যমুনার | 59 | পোড়াবাড়িতে | সুরমার | 43 | সিলেটে | |
যমুনার | 113 | আরিচায় | সুরমার | 86 | সুনামগঞ্জে |
বন্যাকবলিত এলাকায় সেনা মোতায়েন
দেশের উত্তরাঞ্চলে বন্যায় প্লাবিত এলাকায় উদ্ধারকাজ ও ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার গাইবান্ধা সদরে ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণে তিন প্লাটুন সদস্য প্রয়োজনীয় উদ্ধারসামগ্রীসহ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য বন্যাকবলিত এলাকায়ও কাজ করছেন সেনাসদস্যরা।
স্থানীয় প্রশাসনের অনুরোধে গাইবান্ধা সদরের বাঁধ ভেঙে যাওয়ায় তা পুনর্নির্মাণে সেনাবাহিনীর তিন প্লাটুন সদস্য পাঁচটি স্পিড বোট ও অন্যান্য প্রয়োজনীয় উদ্ধারসামগ্রীসহ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ১৯ পদাতিক ডিভিশন থেকে একটি বিশেষ পর্যবেক্ষকদল আজ সিরাজগঞ্জ জেলার বন্যাদুর্গত এলাকা কাজীপুর উপজেলার বাহুকায় গমন যায় এবং দুর্গত এলাকা পর্যবেক্ষণ করে। পরিস্থিতি বিবেচনা করে বেসামরিক প্রশাসনের অনুরোধে যে কোনো সময় সেনাবাহিনীর আরো সদস্য বন্যাদুর্গত এলাকায় দ্রুততম সময়ে দুর্গতদের উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
দক্ষিণ এশিয়ায় একযোগে বন্যা, খাদ্য ও আশ্রয়ের সংকটে লাখ লাখ মানুষ
বাংলাদেশের পাশাপাশি এশিয়ার আরও তিনটি দেশে নেপাল, ভারত ও চীনে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ, ভারত ও নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ১৭৫ জনের মৃত্যু হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছেন কয়েক লাখ মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা পুরোপুরি নিরূপণ করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গায় নিরাপদ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। তাছাড়া চীনে চলমান বন্যায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে।
১৬ ও ১৭ অগাস্টের ডিগ্রি পরীক্ষা স্থগিত
দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) এ পরীক্ষা স্থগিত করা হয়েছে
স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
একই কারণে ১৩ অগাস্টের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
আরো দেখুন:
বন্যায় সময় সুরক্ষিত ও সুস্থ থাকতে যেটি যা করণীয়
বন্যায় রোগসমুহ ও সুরক্ষা পেতে করণীয়
উত্তরাঞ্চলে বন্যার সর্বশেষ পরিস্থিতি ২০১৭
ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
0 responses on "২০০ বছরের ইতিহাসের ভয়াবহ বন্যার আঘাতের করুণ চিত্র (উত্তরাঞ্চলে বন্যার সর্বশেষ পরিস্থিতি ২০১৭)"