১ মিনিটেই সৌন্দর্য!

সুন্দর হতে কে না চায়! কেউ গাটেঁর কড়ি খসিয়ে দৌড়ান বিউটি পার্লারে। কেউ সৌন্দর্য খোঁজেন ‘ব্র্যান্ডেড’ উপকরণে। অথচ এমন অনেক ঘরোয়া উপকরণ আছে যেটি দিয়ে নিয়মিত যত্ন করলে আপনি হবেন নিমেষে ‘সুন্দর’।

তেমন-ই কিছু টিপস আপনার জন্য-

১. রোজ মধুতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারলে বলিরেখা পড়বে না।
২. এক চামচ গোলাপ পানিতে এক চামচ দুধ আর দু’তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। আর হাতে গরম জেল্লাদার ত্বক পান।
৩. মৃতকোষ তুলে ত্বক পরিষ্কার করতে চান? স্ক্রাবিং কর এক টুকরো টোম্যাটো দিয়ে।
৪. ত্বকের অতিরিক্ত তেলাভাব নিয়ে বিব্রত? এক চামচ লেবুর রসে এক চামচ গোলাপ জল আর পুদিনা পাতা বাটা মিশিয়ে মুখে মাখুন। এক ঘণ্টা রেখে পানিতে ধুয়ে নিন। ওই পেস্ট আবার মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। বাড়তি তেল উধাও।
৫. একটি পাত্রে এক চামচ কমলালেবুর রস, এক চামচ মধু বা গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট নিয়মিত মুখে মাখলে উজ্বল ত্বক হাতের মুঠোয়।
৬. নিভাঁজ, টানটান ত্বক চাইলে মুখে মধু মেখে কিছুক্ষণ রেখে তারপর আঙুল দিয়ে মাসাজ কর ঈষদুষ্ণ পানিতে ধুয়ে নিন।
৭. বাদাম তেলে মধু মিশিয়ে চোখের তলায় লাগান। এবং আঙুল দিয়ে কিছুক্ষণ মাসাজ করে ধুয়ে নিন। কালচে ছোপ কমে যাবে।
৮. ঘরোয়া ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে চাইলে চালের গুঁড়োয় টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে, গলায় ভালো করে মাসাজ কর তারপর ধুয়ে নিন।
৯. কিছুতেই ত্বকের শুষ্কভাব কমছে না? নারকেল তেলে মধু আর কমলালেবুর রস মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ রেখে ঈষদুষ্ণ পানিতে ধুয়ে নিন। শেষে নারকেল তেল বা অন্য কোনও ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না।
১০. নিয়মিত টমেটোর রস মুখে মাখলে অবাঞ্ছিত দাগ-ছোপ দূর হবে।

আরও পড়ুনঃ

রুপঃ রসঃঃ সৌন্দর্যঃ ?

সৌন্দর্যরসিক কথাটি কার সাথে সাঞ্জস্যপূর্ণ?

ইসলাম সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় কীসের মাধ্যমে?

Leave a Reply

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below