হতে চান বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার এর সদস্য? জেনে নিন নিয়মাবলি

আপনাকে সঙ্গ দেয়ার জন্য আর কেউ থাকুক বা নাই থাকুক, বই কিন্তু থাকবে!
আপনি যদি একজন বই প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই শুনেছেন বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার এর কথা। কিন্তু আপনি হয়ত জানেন না কিভাবে আপনি হতে পারেন বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার এর একজন সদস্য।
মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে ‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগান নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যাত্রা শুরু। সারাদেশের মানুষকে আলোকিত করে জাতীয় শক্তি হিসেবে সংঘবদ্ধ করা এবং পাশাপাশি মানুষের চিত্তের সামগ্রিক আলোকায়ন ঘটানোই বিশ্বসাহিত্য কেন্দ্রের মূল লক্ষ্য।
আর আপনাকে আপনার লক্ষে পৌঁছে দিতেই নিয়ে এলাম বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার এর সদস্য হওয়ার নিয়মাবলি
১। বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগারের সদস্যপদ লাভ

  • বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার – এর সদস্য হওয়া সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় – এটি কেন্দ্রের সভ্য হওয়া কিংবা এর অন্য কোনো বিভাগের সভ্য হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়।
  • বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগারের দুটো সুযোগ রয়েছে – এক: পাঠকক্ষে বসে পড়া; দুই: গ্রন্থাগারের সদস্য হয়ে বাড়িতে বই নেয়া।
  • যথাযথ আবেদনপত্র পূরণের মাধ্যমে সদস্যপদের জন্য তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদন করতে হবে। আবেদনপত্র গৃহীত হলে সদস্য হওয়া যাবে।
  • কাউকে সদস্যপদ দেয়া, না দেয়া বা পরিস্থিতিগত কারণে কারো সদস্যপদ বাতিল করার পূর্ণ ক্ষমতা গ্রন্থাগার কর্তৃপক্ষের থাকবে।
  • সদস্যকার্ড সদস্যকে নিজের কাছে রাখতে হবে। ঐ কার্ডের সাহায্যেই তিনি লাইব্রেরির বই দেয়া-নেয়া করবেন। প্রয়োজন হলে সদস্য নিজে না এসে অন্য কারো মাধ্যমেও বই দেয়া-নেয়া করতে পারবেন। এক্ষেত্রে সদস্য যাকে পাঠাবেন তার হাতে তাঁর স্বাক্ষরিত অনুরোধপত্র পাঠাতে হবে। তবে বই-এর দায়িত্ব সদস্যকেই বহন করতে হবে।

4a77872d10e7d28
 
২। নিরাপত্তা অর্থ, মাসিক চাঁদা ও কার্ড সংরক্ষণ

  • বিশ্বসাহিত্য কেন্দ্র লাইব্রেরির সদস্য হতে হলে নির্ধারিত নিরাপত্তা অর্থ জমা দিতে হবে। নিরাপত্তা অর্থ জমা নেয়ার সময় হিসাব বিভাগের প্রয়োজনে সদস্যের নমুনা স্বাক্ষর ও এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে।
  • নিরাপত্তা অর্থের পরিমাণ ২০০ ও ৪০০ টাকা (যাঁরা নিরাপত্তা অর্থবাবদ দুইশত টাকা প্রদান করবেন তাঁদেরকে সাধারণ সদস্য এবং যাঁরা চারশত টাকা প্রদান করবেন তাঁদেরকে বিশেষ সদস্য হিসাবে বিবেচনা করা হবে। প্রত্যেক সদস্যই তাঁর নিরাপত্তা অর্থের সমপরিমাণ মূল্যের বই নিতে পারবেন।
  • নিরাপত্তা অর্থ ফেরতযোগ্য। তবে সদস্য হওয়ার এক বছরের মধ্যে নয়। সদস্য পদ থেকে অব্যাহতি চাইলে নিরাপত্তা অর্থ ফেরত নেবার আবেদন করতে হবে। আবেদন করার একমাস পরে টাকা ফেরত দেয়া হবে।
  • মাসিক গ্রন্থাগার চাঁদা ১০.০০ টাকা। ষান্মাষিক বা বার্ষিক ভিত্তিতে অগ্রিম চাঁদা দেয়া বাঞ্ছনীয়। তবে একসঙ্গে ছ’মাস বা এক বছরের চাঁদা দিতে অসমর্থ হলে ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা দেয়া যেতে পারে।
  • জরিমানা/চাঁদা বাকি পড়ার কারণে একসময় নিরাপত্তা অর্থ শেষ হয়ে গেলে স্বাভাবিকভাবে সদস্যপদ বাতিল হয়ে যাবে। সদস্যপদ নবায়ন করতে হলে তাকে পুণরায় নিরাপত্তা অর্থ প্রদান করতে হবে।

 
৩। বই নেয়া

  • ‘সংরক্ষিত’, ‘রেফারেন্স’ সিল অংকিত এবং ‘ইস্যুর জন্য নয়’ চিহ্নিত শেলফের বইগুলো গ্রন্থাগারিকের অনুমতিক্রমে শুধু বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগারের পাঠকক্ষে ব্যবহারের জন্য দেয়া যাবে।
  • এক সঙ্গে সর্বাধিক দুটো বই বাড়িতে নেয়া যাবে। তবে ইংরেজী বই হলে একসঙ্গে একটার বেশি নেয়া যাবে না।
  • একমাসের বেশি চাঁদা বাকি পড়লে বই সরবরাহ বন্ধ রাখা হবে।

 
৪। বই ফেরত দেয়া

  • বই নেয়ার দু’সপ্তাহের মধ্যে অবশ্যই তা ফেরত দিতে হবে। বিশেষ কারণে তা সম্ভব না হলে অন্য কাউকে বইসহ পাঠিয়ে অথবা পত্রযোগে সদস্যের নাম ও কার্ড নম্বর উল্লেখ করে আবেদনের মাধ্যমে সময় আরো দুই সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা যেতে পারে।
  • সদস্যের পক্ষ থেকে কোনো অনুরোধ না এলে তৃতীয় সপ্তাহ থেকে এবং অনুরোধ এলে পঞ্চম সপ্তাহ থেকে বই ফেরত না দেয়ার জন্য জরিমানা শুরু হবে। প্রতি সপ্তাহের বিলম্বের জন্য জরিমানা হবে ৫.০০ টাকা হারে। পরবর্তীতে বই নিতে হলে জরিমানার অর্থ পরিশোধ করে বই নেয়া যাবে।
  • বই হারিয়ে ফেললে বাজার থেকে নতুন বই সংগ্রহ করে দিতে হবে। অন্যথায় বইয়ের দামের দ্বিগুণ পরিশোধ করতে হবে।

 
৫। বিশ্বসাহিত্য কেন্দ্র সদস্যপদ স্থগিত, বাতিল এবং নবায়ন সংক্রান্ত গ্রন্থাগার কর্তৃপক্ষের ক্ষমতা

  • যেকোনো সদস্যের সদস্যপদ নবায়ন, স্থগিত বা বাতিল করার ক্ষমতা বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার কর্তৃপক্ষের থাকবে।
  • অসাবধানতাবশত কেউ কার্ড হারিয়ে ফেললে, তাঁকে ৫.০০ টাকা নবায়ন ফি দিয়ে নতুন কার্ড করতে হবে। নতুন কার্ড করার সময় নিরাপত্তা অর্থ দানের রশিদ অথবা সর্বশেষ যে মাসের চাঁদা পরিশোধ করা আছে তার রশিদ নিয়ে আসতে হবে। অন্যথায় গ্রন্থাগার কর্তৃপক্ষরেজিস্টার দেখে সদস্যের চাঁদা ও নিরাপত্তা অর্থের পরিমাণ জেনে নতুন কার্ড সরবরাহ করবেন। এজন্যে ১৫ দিন সময় প্রয়োজন হবে।
  • সদস্যপদ স্থগিত না করে যদি কেউ বই লেনদেন করা থেকে বিরত থাকেন এবং এ অবস্থায় যদি তাঁর কাছে গ্রন্থাগারের কোনো বই আটকে থাকে তাহলে তাঁর আবেদনের প্রেক্ষিতে ঐ সময়কার চাঁদা গ্রহণ না করার ব্যাপারটি বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার কর্তৃপক্ষবিবেচনা করতে পারেন।

 
৬। অন্যান্য

  • ঠিকানা পরিবর্তন করলে অবশ্যই পরিবর্তিত ঠিকানা বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার কর্তৃপক্ষকে জানাতে হবে।
  • মঙ্গলবার ছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগারের সময়সূচি প্রতিদিন কর্মদিবসে বিকেল চারটা থেকে রাত আটটা।

ঠিকানা

১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা – ১০০০।
ফোন: ৮৬৮৫৬৭ এক্স: ১০৪
ফ্যাক্স: ৯৬৭১১৯১
ই-মেইল: [email protected] ; [email protected]
 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline