স্প্রেডশিটের-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 508
5071. এক্সেল প্রোগ্রামে যোগ করা যায়-
- স্বয়ংক্রিয়ভাবে
- ম্যানুয়ালি
- ক্লিক করে
A,B
5072. কলাম চার্টে কয়টি অক্ষ থাকে?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
5073. রিবনের ঠিক নিচে কোনটির অবস্থান?
- টাইটেল বার
- ফরমুলা বার
- শিট ট্যাব
- অফিস বাটন
5074. স্বয়ংক্রিয়ভাবে করার পদ্ধতি আছে নিচের কোনটির?
- বিয়োগ
- যোগ
- গুণ
- ভাগ
5075. যে বাটনগুলো বেশি ব্যবহুত হয় সেগুলো কোথায় থাকে?
- কুইক অ্যাকসেস টুলবারে
- স্ট্যাটাস বারে
- টাইটেল বারে
- শিট ট্যাবে
5076. এক্সেল ফাইলের এক্সটেনশন কোনটি?
- .dic
- .docx
- .xls
- .pptx
5077. স্প্রেডশিটে নিচের কোনটি থাকে?
- সারি
- কলাম
- ছক
- সবগুলো
5078. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোনটির সাহায্যে?
- অফিস বাটন
- টাইটেল বার
- শিট ট্যাব
- স্ট্যাটাস বার
5079. কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়েছে?
- কাগজকলম
- চিহ্ন
- ক্যালকুলেটর
- গাছের বাকল
5080. নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে?
- কুইক অ্যাকসেস টুলবার
- অফিস বাটন
- টাইটেল বার
- স্ট্যাটাস বার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্প্রেডশিটের-ব্যবহার - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 508"