সৌরজগৎ-ও-ভূমন্ডল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 217
2161. আহ্নিক গতির ফলে –
- সময় গনণা করা যায়
- জোয়ার ও ভাটা হয়
- দিবা-রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে
A,B
2162. পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে –
- বিভিন্ন ঋতুর আবির্ভাব হয়
- মাধ্যাকর্ষণ শক্তির হ্রাস-বৃদ্ধি ঘটে
- দিন-রাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে
A,C
2163. ‘টাইটানিয়া’ কোন গ্রহের একটি উপগ্রহ?
- ইউরেনাস
- শনি
- মঙ্গল
- বৃহস্পতি
2164. সময়ের হিসাব করতে হলে দ্রাঘিমা জানা বিশেষ জরুরি। এর মাধ্যমেই আমরা বিভিন্ন স্থানীয় এবং প্রমাণ সময় জানতে এবং তুলনা করতে পারি। যেমন –
- গ্রিনিচের দ্রাঘিমা শূন্য (০) ডিগ্রি
- পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ ৩৬০ ডিগ্রি
- ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয় ৪ মিনিট
A,B,C
2165. সূর্যকে নিয়ন্ত্রক বলা হয় –
- গ্রহের
- উপগ্রহের
- নক্ষত্রের
A,B
2166. বাংলাদেশে প্রবল বান হতে দেখা যায় –
- গ্রীষ্মকালে
- বর্ষাকালে
- শীতকালে
- শরৎকালে
2167. পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব-পশ্চিমে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় সেটি কী নামে পরিচিত?
- দ্রাঘিমা রেখা
- অক্ষরেখা
- বিষুবরেখা
- মূল মধ্যরেখা
2168. নিচের কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ?
- মঙ্গল
- নেপচুন
- পৃথিবী
- বুধ
2169. শুক্রকে কখন আমরা শুকতারা রূপে দেখতে পাই?
- সন্ধ্যায়
- রাতে
- ভোরে
- বিকেলে
2170. দ্রাঘিমারেখার বিকল্প নামটি কী?
- সমাক্ষরেখা
- মধ্যরেখা
- নিম্নরেখা
- অক্ষরেখা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সৌরজগৎ-ও-ভূমন্ডল- এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4"