
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 3
সাধারণ বিজ্ঞান | 21. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা –
- আইনস্টাইন
- জি. ল্যামেটার
- স্টিফেন হকিং
- গ্যালিলিও
22. গ্রীনিচ মানমন্দির অবস্থিত –
- যুক্তরাজ্যে
- যুক্তরাষ্ট্রে
- ফ্রান্সে
- জার্মানিতে
23. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
- পেট্রোল ইঞ্জিনে
- ডিজেল ইঞ্জিনে
- রকেট ইঞ্জিনে
- বিমান ইঞ্জিনে
24. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘের বিকিরণ হচ্ছে-
- রঞ্জন রশ্মি
- আলফা রশ্মি
- বিটা রশ্মি
- গামা রশ্মি
25. মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
- দুটি
- চারটি
- ছয়টি
- আটটি
26. গাছের খাদ্য তালিকায় আছে-
- N,P,K,S ও Zn
- Na, P, K, S ও zn
- N, B, K, S ও AI
- N,P,K,S ও AI
27. নিচের কোনটি DNA-এর নাইট্রোজেন বেস?
- ইউরাসিল
- গোয়ানিন
- পিরিডক্সিন
- এ্যাসপারাজিন
28. নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
- meson
- neutron
- proton
- electron
29. মডেম এর মধ্যে যেটি থাকে তা হলো –
- একটি মডুলেটর
- একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
- একটি কোডেক
- একটি এনকোডার
30. ডায়োড সবচেয়ে বেশী ব্যবহৃত হয় –
- ক্যাপাসিটর হিসেবে
- ট্রান্সফরমার হিসেবে
- রেজিস্টার হিসেবে
- রেক্টিফায়ার হিসেবে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com