অণুজীব

 

সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 6

সাধারণ বিজ্ঞান | 51. নিয়ন লাইট কে আবিষ্কার করেন?

  1. জর্জেস ক্লড
  2. জর্জক্যালি
  3. হোরেস সর্ট
  4. ফ্রেডরিক ওয়ালটন

52. বৈদ্যুতিক বাল্ব তড়িত্‍শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?

  1. তাপশক্তি
  2. আলোকশক্তি
  3. যান্ত্রিকশক্তি
  4. (A+B)

53. প্রোটিন ফ‍্যাক্টরী বলা হয় কোনটিকে?

  1. ক্রোমোজোমকে
  2. রাইবোজোমকে
  3. মাইটোকন্ড্রিয়াকে
  4. লাইসোজোমকে

54. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-

  1. পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
  2. মটিরসঙ্গেসংযোগহয়না
  3. পাখিরগায়েবিদ্যুৎরোধীআবরণথাকে
  4. বিদ্যুৎপৃষ্ট হলেও পাখি মরে না

55. ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?

  1. চুম্বক
  2. তাপ
  3. বিদ্যুৎ
  4. কিছু হয় না

56. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒

  1. কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড
  2. হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা
  3. কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
  4. শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ

57. পেন্সিল তৈরীতে ব্যবহৃত হয় কোনটি?

  1. গরান
  2. ধুন্দল
  3. গেওয়া
  4. গর্জন

58. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে –

  1. ষ্টোরেজ ব্যাটারি
  2. ক্যাপাসিটর
  3. ট্রান্সফরমার
  4. জেনারেটর

59. যে তড়িৎযন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করা হয় তাকে কি বলে?

  1. মোটর
  2. জেনারেটর
  3. চুম্বক
  4. আইপিএস

60. কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না?

  1. নাপাম বোমা
  2. নিউট্রন বোমা
  3. আণবিক বোমা
  4. হাইড্রোজেন বোমা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline