
- বাংলাদেশ- একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র
- বাংলাদেশের সরকার পদ্ধতি- এককেন্দ্রীক
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন– সংবিধান
- দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ- শাসন বিভাগ
- বাংলাদেশের সংবিধানে মোট ভাগ- ১১টি
- সংবিধানে অনুচ্ছেদ আছে- ১৫৩টি
- সংবিধানে তফসিল আছে- ৪টি
- সংবিধানে মূলনীতি আছে- ৪টি
- সংবিধানের রূপকার- ড. কামাল হোসেন
- সংবিধান রচনা কমিটির সদস্য- ৩৪ জন(প্রধান ছিলেন- ড. কামাল হোসেন)
- সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য- সুরঞ্জিত সেনগুপ্ত
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য- বেগম রাজিয়া বানু
- বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়- ভারত ও বৃটেনের সংবিধানের আলোকে
- বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন- ড. কামাল হোসেন
- সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়- ১৯৭২ সালের ১২ অক্টোবর
- সংবিধান গণপরিষদে গৃহীত হয়- ১৯৭২ সালের ৪ নভেম্বর
- সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২
- সংবিধান দিবস- ৪ নভেম্বর
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের
…. তে ক্লিক কর।