শুধুমাত্র বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান জেনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাবে

না জানার কারণে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সুযোগ ও মিস করি। অনেকেই অন্যান্য বিষয় না হলেও বাংলা, ইংরেজী েএবং সাধারণ জ্ঞানে খুব ভালো কিন্তু শুধুমাত্র বাংলা, ইংরেজী ও সাধারণ জ্ঞান জেনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, তা না জানার কারণে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হাতছাড়া হয়। আসুন জেনে নেওয়া যাক। শুধুমাত্র বাংলা, ইংরেজী ও সাধারণ জ্ঞান জেনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

১) ঢাকা বিশ্ববিদ্যালয় : B(বি) ইউনিট { Only For Arts } , D ইউনিট { For All }

২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : {For All}
C ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ ) : আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজী , ইতিহাস , প্রত্নতত্ত্ব , বাংলা, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ .
F ইউনিট ( আইন অনুষদ ) : আইন ও বিচার

৩) রাজশাহী বিশ্ববিদ্যালয় :
A ইউনিট – কলা অনুষদ
B(বি) ইউনিট – আইন অনুষদ
E ইউনিট – সামাজিক বিজ্ঞান অনুষদ

৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : {For All }
B(বি)1 ইউনিট : বাংলা, ইংরেজী, ইতিহাস , Philosophy, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, আধুনিক ভাষা
ইনিস্টিটিউট (IML)
B(বি)7 ইউনিট: Institute of Education, Research and Training (IIRT) {B(বি).Ed}
D ইউনিট: অর্থনীতি , রাষ্ট্র বিজ্ঞান , Sociology, লোক প্রশাসন , নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ .
E ইউনিট : আইন ( Law )

৫) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় :
A ইউনিট : কলা অনুষদ
B(বি) ইউনিট: সামাজিক বিজ্ঞান অনুষদ
C ইউনিট : ব্যবসায় অনুষদ (for arts and science)

৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয় : B(বি), D ইউনিট { For All }

৭) বরিশাল বিশ্ববিদ্যালয় :
B(বি), D ইউনিট . {B(বি) for Arts, D for all}

৮) ইসলামি বিশ্ববিদ্যালয় : {for all}
C ইউনিট: অর্থনীতি, রাষ্ট্রনীতি, লোক প্রশাসন
B(বি) ইউনিট: English, B(বি)angla, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি .

৯) খুলনা বিশ্ববিদ্যালয় : {for all }
A ইউনিট : ইংরেজী , বাংলা .

10) হাজি দানেশ মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :
C ইউনিট : BBA , Economics { only for science }
E ইউনিট : English { for all }

   
   

0 responses on "শুধুমাত্র বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান জেনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাবে"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2025. All Right Reserved