শিক্ষা-ও-দৈনন্দিন-জীবনে-ইন্টারনেটের-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 521
5201. বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম কোনটি?
- ইয়াহু
- জি-মেইল
- গুগল
- হটমেইল
5202. জাফরিন ও সুমাইয়া ঢাকাতে নতুন এসেছে। তারা দুজনে নিউ মার্কেটে বেড়াতে গেছে। কিন্তু তারা পথ ভুলে গেল হঠাৎ জাফরিনের মনে হলো তার কাছে জিপিএস সংযোগসহ একটি স্মর্টফোন আছে।
- GPS এর সাহায্যে
- SIM এর সাহায্যে
- ট্রাফিকের সাহায্যে
- লোকাল এরিয়া নেটওয়ার্কের সাহায্যে
5203. তাদের ফোনের সাহায্যে তারা-
- পথ চিনতে পারবে
- টেলিভিশন দেখতে পারবে
- ই-মেইল করতে পারবে
A,B,C
5204. স্মার্টফোনের অনেক উপকারের মধ্যে আছে-
- অ্যালার্ম
- জিপিএস
- সময় ও তারিখ দেখা
A,B,C
5205. সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেটের ব্যবহার কোনটি?
- ই-মেইল
- সামাজিক নেটওয়ার্ক
- জিপিএস
- ভিডিও দেখা
5206. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
- বিং
- গুগল
- ইয়াহু
- পিপীলিকা
5207. যেকোনো তথ্য পেতে আমরা কার কাছে ঋণী?
- শিক্ষক
- সরকার
- ইন্টারনেট
- কম্পিউটার
5208. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানোকে কী বলে?
- ই-মেইল
- ল্যান
- ইন্টারনেট
- নেটওয়ার্ক
5209. ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়-
- বই
- গান
- চলচ্চিত্র
A,B,C
5210. কোনটি আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শিক্ষা-ও-দৈনন্দিন-জীবনে-ইন্টারনেটের-ব্যবহার - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 521"