“লেনদেন” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন – 56
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 56
551. স্বত্বাধিকারী হিসাব খাতে ডেবিট করা হয় কোনটি?
- ব্যয় বা ক্ষতি
- আয় বা লাভ
- স্বত্বাধিকারের বৃদ্ধি
- প্রাপ্ত লভ্যাংশ
552. অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের কোন উপাদানের হ্রাস ঘটে?
- E উপকরণের
- A উপকরণের
- L উপকরণের
- A ও E উপকরণের
553. লেনদেন হিসাবভুক্ত করার জন্যে কী প্রয়োজন?
- স্মারকলিপি
- বিবরণপত্র
- ব্যবসায়িক দলিলপত্র
- পরিমেল নিয়ামবলি
554. চালান কী?
- একটি কাগজ
- এক প্রকার ভাউচার
- ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল
- কোনোটিই নয়
555. ডেবিট নোট বা দেনা চিঠি তৈরি করেন-
- বিক্রেতা
- পরিবেশক
- ক্রেতা
- এজেন্ট
556. কোনটি অদৃশ্য লেনদেন?
- আসবাবপত্রের অবচয়
- ব্যবস্থাপকের মৃত্যু
- ক্যাশ বাক্স থেকে অর্থ তছরুপ
- মালিকের অজ্ঞাতে সম্পাদিত লেনদেন
557. ক্রেতার ক্রয়কৃত মাল ডেবিট করা হয়েছে, এ এটি জানানোর দরকার হয়-
- ক্রেতাকে
- ক্রেতা ও বিক্রেতাকে
- বিক্রেতাকে
- কোনোটিই নয়
558. ভাউচার হচ্ছে-
- লেনদেনের প্রমাণপত্র
- হিসাবের বই
- ক্রেতার বিবরণ
- বিক্রেতার বিবরণ
559. মালিকানা স্বত্ব বাড়লে কোনটি কমবে?
- মোট সম্পদ
- মোট উত্তোলন
- মোট দায়
- মোট ব্যয়
560. স্বত্বাধিকার বৃদ্ধি পাবে যখন-
- বিনিয়োগের মাধ্যমে
- ব্যয়/খরচের মাধ্যমে
- আয়/রাজস্বের মাধ্যমে
- ক + গ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলাদেশের ইতিহাস
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""লেনদেন" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 56"