রাষ্ট্র – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 241
2401. শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য রাষ্ট্র –
- শ্রম নীতিমালা প্রণয়ন করে
- ন্যূনতম সঠিক মজুরি নির্ধারণ করে
- কাজের সময় নির্ধারণ করে
A,B,C
2402. রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কোনটিকে?
- সুনির্দিষ্ট জনসংখ্যা নেই যারকখনো সার্বভৌমত্ব থাকে
- কখনো থাকে না যারনির্দিষ্ট সরকার ব্যবস্থাপনা নেই যার
- নির্দিষ্ট আয়তনের ভূখন্ড থাকলেও কিছু অংশ অমীমাংসিত যার
2403. এরিস্টটল তার ধারণায় কাদেরকে নাগরিক শ্রেণিভুক্ত করেননি?
- নারীদের
- অধিকাংশ জনগণকে
- দাসীদের
- শিশুদের
2404. কিসের মাধ্যমে আইন প্রণয়ন হয়?
- পার্লামেন্ট
- আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী
- বিলের
2405. রাষ্ট্রের উদ্ভব হয়েছে জনসমষ্টির –
- সর্বজনীন কল্যাণ হতে
- ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা হতে
- পারস্পরিক সম্পর্ক হতে
B,C
2406. আইনের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা কে দিয়েছেন?
- অস্টিন
- হল্যান্ড
- উড্রো উইলসন
- এরিস্টটল
2407. সার্বভৌম ক্ষমতার কয়টি দিক রয়েছে?
- তিনটি
- চারটি
- দুইটি
- পাঁচটি
2408. মানুষের গোত্রভিত্তিক বসবাস ছিল –
- আদিমকালে
- প্রাচীনকালে
- প্রাগৈতিহাসিককালে
2409. আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?
2410. আইনের অনুশাসন বলতে প্রধান কয়টি ধারনাকে বুঝায়?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "রাষ্ট্র - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 241"