যৌথমূলধনী-কোম্পানির-আর্থিক-বিবরণী – এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 129

যৌথমূলধনী-কোম্পানির-আর্থিক-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 129

1281. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক বিবরণীর নোট বা

টীকা উপস্থাপন করতে হয়?

  1. চলমান প্রতিষ্ঠান নীতি
  2. ঐতিহাসিক ব্যয় নীতি
  3. পূর্ণ প্রকাশ নীতি
  4. মিলকরণ নীতি

1282. বিশদ আর্ন বিবরণীতে আয়-ব্যয়কে ভাগ করা হয় –

  1. সেবা প্রদানের আয়
  2. বিক্রিত পণ্যের ব্যয় ও পরিচালন ব্যয়
  3. অপরিচালন আর্ন ও ব্যয়

1283. সুবর্ণা লি. – এর কর পূর্ব মুনাফা ৮০,০০০ টাকা। করের হার ৪০% হলে, নিট লাভ/কর-পরবর্তী মুনাফা কত?

  1. ৮০০০০ টাকা
  2. ৫২০০০ টাকা
  3. ৪৮০০০ টাকা
  4. ৪০০০০ টাকা

1284. চলতি বছরে যে পরিমাণ পণ্য বিক্রয় করা হয়, তার প্রত্যক্ষ পরিচালন ব্যয়কে কোন ব্যয় বলা হয়?

  1. বিক্রয় ব্যয়
  2. পরিচালন ব্যয়
  3. অপরিচালন ব্যয়
  4. বিক্রিত পণ্যের ব্যয়

1285. কোম্পানি আইনের কোন কোন ধারায় কোম্পানির হিসাবরক্ষণ ও আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত বিধি বিধান বর্ণনা করা হয়েছে?

  1. ১০১ থেকে ১০৫ ধারা
  2. ১৫১ থেকে ১৫৫ ধারা
  3. ১৮১ থেকে ১৮৫ ধারা
  4. ১৯১ থেকে ১৯৫ ধারা

1286. আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদি ঋণ হিসাবে দেখানো হয় –

  1. প্রভিডেন্ট ফান্ড
  2. জামানতহীন ঋণ
  3. অধীনস্থ কোম্পানি হতে ঋণ

1287. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে প্রদর্শন করা হয় –

  1. বন্ড
  2. শেয়ার অধিহার
  3. জমাকৃত মুনাফা
  4. দেয় লভ্যাংশ

1288. কোম্পানির ক্ষেত্রে কত সালের কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণী তৈরি করা হয়?

  1. ১৯৯৪ সাল
  2. ১৯৩২ সাল
  3. ১৯৮৮ সাল
  4. ১৯৯৮ সাল

1289. কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলে অর্থ হস্তান্তর ব্যবসায়ের জন্য একটি –

  1. আয়
  2. খরচ
  3. দায়
  4. সম্পদ

1290. যেসব খরচ ব্যবসায়িক কারণে সংঘটিত হয় না, তাকে কোন ব্যয় বলা হয়?

  1. পরিচালন ব্যয়
  2. অপরিচালন ব্যয়
  3. বিক্রয় ব্যয়
  4. বিক্রিত পণ্যের ব্যয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline