আমরা অনেকেই ফেসবুক বন্ধু বানাতে পছন্দ করি, সাধ থাকলেও অনেক সময় ব্লকের কারণে সাধ্য থাকে না। :(, কারণ অপরিচিত বেশি লোককে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালেই ব্লক করে দেয়। ফেসবুক ব্লক করার ক্ষেত্রে আপনার আর উক্ত ব্যক্তির তথ্য যাচাই করে, সে হতে হবে আপনার স্কুল, কলেজ কিংবা এলাকার কোন ফ্রেন্ড এবং তার সাথে থাকলে হবে, আপনার অন্যান্যদের সাথে এভারেজ মুচুয়াল ফেন্ড এর চাইতে বেশি অথবা সমান। এই শর্ত না মিললে এবং কেউ যদি আপনাকে চেনে না বলে ফেসবুক কে জানায় অথবা আপনার নামে রিপোর্ট করে, তাহলে ফেসবুক আপনাকে ব্লক মারবে। সেটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে ৩/৭/১৪/৩০ হবে।
কথায় বলে প্রেম ছড়ালে প্রেমিকার অভাব হয় না, ছড়ানো মানে হল, আপনি একজনকে নয়, ১০ জন মেয়েকে প্রপোজ করলে, আপনি দেখতে যেমনই হন না কেন, একজন কপালে জুটবেই। ফেসবুকেও এই নীতিতে চালিয়ে যান, আপনি ৫০ জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান অন্তত ১৫ জন একসেপ্ট করবে, বাকিগুলারে ফুঁদিয়ে উড়িয়ে দিন.. :p
এজন্য ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণের জন্য ২/৪ দিন সময় দিন। না হলে নিমোক্তভাবে ক্যান্সেল করে দিন।
প্রথমে আপনার ইউজার নেমটা চিনে নিন::>
ইউজার নেমকে আপনার ফেসবুক ইউআরএলও বলা হয়, যেমন আমার ফেসবুক ইউআরএল হল : https://www.facebook.com/w3cibrahim আপনারও ঠিক এই রকম একটা নাম আছে, অথার্ৎ ইউজার নেম আছে, যেমন আমার ইউজারনেম হল w3cibrahim, এভাবে আপনার নামের উপর ক্লিক করলে অর্থাৎ আপনার প্রোফাইলে গেলে উপরে এড্রেসবারে www.facebook.com এরপর আপনার ইউজার নেম দেখবে পাবেন। (চিত্র-১) অথবা আপনার নিজের ইনফো/এবাউট যান, সেখান থেকে Contact Information এ গেলে নিচে Facebook লেখার পর আপনার ফেসবুক ইউআরএল দেখতে পাবেন। (চিত্র-২)।
চিত্র-১


এবারে ফ্রেন্ড রিকুয়েস্ট ক্যান্সেল করতে প্র্রথমে লিংকে: https://www.facebook.com/w3cibrahim/allactivity?privacy_source=activity_log&log_filter=cluster_8 এর
w3cibrahim এই জায়গায় আপনার ইউজার নেম দিয়ে(আপনার নিজের একাউন্টে লগিন থাকা অবস্থায়), লিংকটিতে যান।
নিচের চিত্রের মত আসবে, এখানে আপনি, কাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন এবং কারা একসেপ্ট করেছেন, তা দেখতে পাবেন। এবার মাউজ স্ক্রোল করে অথবা ডানপাশ থেকে স্ক্রোলবার টেনে যত তারিখ পর্যন্ত কিংবা যে মাস পর্যন্ত দেখতে চান ঔই তারিখ পর্যন্ত স্ক্রোল কর এবার যাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন, শুধু তাদের বাচাই করতে, কিবোর্ড থেকে Ctrl+F (Find Command) চাপুন। দেখবেন সার্চ/ফাইন্ড বক্স আসবে। এবারে সার্চবক্সে আপনার ফেসবুক নাম (যেমন আমার নাম: Ibrahim Akbar) লিখে শেষে sent লিখুন: যেমন: Ibrahim Akbar sent তাহলে দেখবেন যাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিযেছেন, তাদের সিলেক্ট করবে, ক্রোম ব্যবহার করলে সেগুলো হলুদ হয়ে থাকবে। এবার উক্ত নামের উপর মাউজ ধরলে যারা ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করেছেন, তাদের ফ্রেন্ড দেখাবে, আর যারা করেন নি, তাদের চিত্রের মত Friend Request Sent দেখাবে।
বি:দ্র: ফেসবুকে যারা সম্পুর্ণ নতুন, তাদের কথা বিবেচনা করেই পোস্ট টি করা, এক্সপার্টরা নিচের চিত্রটি দেখলেই হবে, এত বড় পোস্ট পড়ার দরকার নেই। :p