“মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 89
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 89
881. ব্যবসায়ে মূলধন আনয়ন কোন ধরনের লেনদেন?
- মুনাফা জাতীয় প্রাপ্তি
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মূধলন জাতীয় আয়
- মুনাফা জাতীয় আয়
882. আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে-
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মুনাফা জাতীয় ব্যয়
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
- কোনটিই নয়
A,C
883. প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন-
- মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ
- মোট ব্যয়ের হিসাব
- মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ
- মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ
884. ব্যবসায়ে ব্যবহৃত পুরাতন মোটরগাড়ি বিক্রয়, মূলধন জাতীয় প্রাপ্তি কেন?
- এটি নিয়মিত সংঘটিত হয় বলে
- এটি থেকে দীর্ঘদিন সুবিধা পাওয়া যাবে বলে
- এটি লেনদেনের পুনরাবৃত্তি ঘটায় না বলে
- ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করে বলে
885. কোন জাতীয় ব্যয় বাস্তবে দৃষ্টিগাচর নাও হতে পারে?
- মুনাফা জাতীয় ব্যয়
- মূলধন জাতীয় ব্যয়
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
- মূলধনায়িত ব্যয়
886. লেনদেনের কোন অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হয়?
- চলতি হিসাবকালের পরিশোধ
- পূর্ববর্তী হিসাবকালের পরিশোধ
- পরবর্তী হিসাবকালের পরিশোধ
- অগ্রীম পরিশোধ
887. কোনটি মূলধনজাতীয় প্রাপ্তি নয়?
- মূলধন
- সম্পত্তি বিক্রয়ের অর্থ
- ঋণ গ্রহণ
- প্রাপ্ত সুদ
888. বিজ্ঞাপনের জন্য অত্যধিক ব্যয় কোন ধরনের ব্যয়?
- মুনাফা জাতীয় ব্যয়
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
- মূলধনায়িত ব্যয়
- মূলধন জাতীয় ব্যয়
889. কারবার পরিচালনার জন্য দৈনন্দিন খরচ –
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
- বিলম্বিত মুনাফা জাতীয় আয়
- মূলত নিট ব্যয়
- মুনাফা জাতীয় ব্যয়
890. কোনটি মূলধন জাতীয় ব্যয়?
- গাড়ি বিক্রয়
- গাড়ি ক্রয়/ যন্ত্রপাতি ক্রয়
- মেরামত খরচ
- জমির খাজনা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট
0 responses on ""মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 89"